লতিফ সংবিধান লঙ্ঘন করেছেন, গ্রেপ্তার করে শাস্তি দিন : এরশাদ

ইসলামের অবমাননা ও মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আব্দুল লতিফ সিদ্দিকী সংবিধান লঙ্ঘন করেছেন উল্লেখ করে অবিলম্বে তাকে গ্রেপ্তারের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেন, ‘ইসলামের চার স্তম্ভের অন্যতম হজ। তা নিয়ে লতিফ সিদ্দিকী যে জঘন্য ও কুিসত মন্তব্য করেছেন এর নিন্দা প্রকাশেরও ভাষা আমার জানা নেই। হজের ব্যাপারে আজ পর্যন্ত অন্য কোনো ধর্মাবলম্বীরাও এ ধরনের কুিসত মন্তব্য করেননি। তিনি শুধু বাংলাদেশের মানুষের মনেই নয়, বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ওপরে চরম আঘাত হেনেছেন। এর জন্য শুধু ক্ষমা চাইলেই হবে না, দেশের প্রচলিত আইনে তার বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘যেখানেদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধান অনুসারে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না— সেখানে লতিফ সিদ্দিকী সরাসরি সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি প্রধানন্ত্রীর ধর্ম বিশ্বাসের ওপরেও চরম আঘাত হেনেছেন।’ এরশাদ বলেন, ‘বিশ্ব ইজতেমার মাঠের বরাদ্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিয়ে গেছেন। সেই তাবলিগ সম্পর্কেও লতিফ সিদ্দিকী কটূক্তি করেছেন।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button