সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

দেশে পত্রিকা আছে ১৯৬৭টি, মিডিয়া তালিকাভুক্ত ৫০৪টি

বর্তমানে বাংলাদেশে ১৯৬৭টি পত্রিকা রয়েছে। এর মধ্যে তথ্য মন্ত্রণালয়াধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা ৫০৪টি। সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এ কথা জানান।
তিনি বলেন, প্রচার সংখ্যার দিক থেকে মিডিয়া তালিকাভুক্ত সর্বাধিক প্রকাশিত পত্রিকার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। এর পরের অবস্থানে রয়েছে প্রথম আলো, কালের কণ্ঠ, আমাদের সময়, যুগান্তর, ইত্তেফাক, জনকণ্ঠ, সমকাল, মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশ।
আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতে ৩১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ২৪টি এফএম বেতার কেন্দ্র এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দিয়েছে। বর্তমানে বাংলাদেশে আগের অনুমোদনসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের সংখ্যা ৪১টি, এফএম বেতার কেন্দ্রের সংখ্যা ২৮টি এবং বর্তমান সরকার কর্তৃক অনুমোদনকৃত কমিউনিটি রেডিও’র সংখ্যা ৩২টি। খবর বাসস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button