ইস্ট লন্ডনে সংঘবদ্ধ ড্রাগ ডিলার চক্রের ৩৩ বছরের জেলদন্ড

darg delarইস্ট লন্ডনের সংঘবদ্ধ একটি ড্রাগ ডিলার চক্রের ৬ সদস্যের ৩৩ বছরের জেলদন্ড দিয়েছে স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্ট। এ চক্রটি প্রতিদিন মোবাইল ফোনে প্রায় ১ হাজারের বেশি ড্রাগ সাপ্লাইয়ের অর্ডার পেতো। ৯২ দিনের ভেতরে এ চক্রটি ড্রাগ ব্যবসা সংশ্লিষ্ট ৬৬ হাজারের বেশি টেলিফোন কল এবং প্রায় ৮ হাজারের বেশি টেক্সট ম্যাসেজ রিসিভ করেছে। এ চক্রের প্রধান হলেন সাহিল পেটেল। তিনি সেভেন কিংসের ভারনোন রোডের বাসিন্দা। তাকে ১৬ বছরের জেলদন্ড দিয়েছে আদালত। এ চক্রের অপর সদস্যরা হলেন হামজা পাটেল, আকুব মোমতাজ, রকিব আলী, ইমরান শহীদ, শানোলা নাইটেঙ্গাল, আব্দুল কাদির মোহামেদ, তাহসিন আলী এবং আদিয়াম আদেনিয়াম।
স্টার্টফোর্ডের এবিরোডের বাসিন্দা ২৬ বছর বয়সী হামজা পাটেলের ৬ বছর ৬ মাস, মেনরপার্কের মোনেগা রোডের ২১ বছর বয়সী একুব মোমতাজ, একই এলাকার শেরার্ড রোডের ৩৭ বছর বয়সী রকিব আলীর যথাক্রমে ২ বছর ও ২ বছর ৬ মাসের জেলদন্ড দিয়েছে আদালত। এছাড়া ইমরান শাহীদের ৩ বছর এবং শানোলা নাইটেঙ্গালের ৩ বছর ৩ মাসের জেলদন্ড হয়েছে। ৩৫ বছর বয়সের ইমরান শাহীদ ইস্টহ্যামের বাউন্ডারী রোডের এবং ২৬ বছর বয়সের শানোলা উডফোর্ডের বাসিন্দা। এ চক্রের অপর সদস্য আব্দুল কাদির মোহামেদের সাজার মেয়াদ আগামী ১৩ এপ্রিল ঘোষণা করা হবে। ৪৩ বছর বয়সী আব্দুল কাদির ইলফোর্ডের বাসিন্দা। এছাড়া এ চক্রের অপর দুই সদস্য তাহসিন আলী ও আদিয়ামি আদেনিয়াকে গত বছর মার্চে যথাক্রমে ৪ বছর ২ মাস এবং ৩০ মাসের জেলদণ্ড প্রদান করা হয়। এ চক্রটি নিউহ্যাম, বার্কিং এন্ড ডেগেনহ্যাম ও রেডব্রিজের বিভিন্ন এলাকায় ড্রাগ সাপ্লাই দিতো বলে আদালতে বলা হয়েছে। এ মামলার তদন্তকালে পুলিশ প্রায় ৬০ হাজার পাউন্ডের ড্রাগ জব্দ করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button