ট্যুইটারেই মিলছে দাওয়াই, রোগী দেখছেন না ডাক্তার

Tweetএর পর থেকে আরও বোধহয় হাসপাতাল বা নার্সিংহোমে যেতে হবে না। চিকিৎসা হবে ট্যুইটারে। ট্যুইটারের উপর চালানো এক রিসার্চে উঠে এসেছে এমনই তথ্য।
ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার এক গবেষণায় দেখা গিয়েছে, বর্তমানে চিকিৎসকরা ট্যুইটারেই রোগী দেখছেন, প্রচার করছেন নিজেদের তৈরি ভিডিও। এমনকী বলে দিচ্ছেন রোগের প্রতিষেধক ও ওষুধ। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ও সেইসঙ্গে সময়হীনতাই এর জন্য দায়ী বলে মনে করছেন রিসার্চাররা।
একইসঙ্গে নানা শারীরিক সমস্যার ইস্যুতে চলছে আলোচনাপর্ব। যেমন জুলিয়া রবিলার্ড নামের এক ব্রিটিশ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ট্যুইটারের মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরেন নিউরোলজি সংক্রান্ত নানা অজানা বিষয়। এছাড়াও মেরুদণ্ডের চোট ও পারকিনসনস রোগও এখন ট্যুইটারের হট টপিক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button