শিক্ষাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখুন : শিক্ষামন্ত্রী

Nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হরতাল ও অবরোধকারীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, শিক্ষাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখুন। এরাই দেশের ভবিষ্যৎ। তাই এই সকল কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় বাধা দেবেন না।
বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক প্রদর্শনী-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী লেন, হরতাল অবরোধের মাধ্যমে দেশের লাখ লাখ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ এরাই ভবিষ্যতে দেশকে অনেক দূরে নিয়ে যাবে। তাই দেশের মঙ্গলের স্বার্থে হলেও হরতাল অবরোধ বন্ধ করুন। আর শিক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ করে দিন।
ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি বারবারা উইকহ্যাম বলেন, ‘ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের যুক্তরাজ্যে শিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে সক্রিয়ভাবে সহায়তা করে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যে শিক্ষাবিষয়ক প্রদর্শনীতে মূলত যুক্তরাজ্যের বহুবিধ শিক্ষার সুযোগগুলো তুলে ধরা হয়। স্নাতক, মাস্টার্সসহ উচ্চশিক্ষার বিষয়, বৃত্তির সুযোগ এবং যুক্তরাজ্যে শিক্ষা ও জীবনযাপন সম্পর্কে শিক্ষার্থী ও দর্শনার্থীরা প্রত্যক্ষ পরামর্শ গ্রহণের সুযোগ লাভ করে। সুতরাং আমরা প্রত্যেককে উৎসাহিত করছি এ প্রদর্শনীতে এসে সুযোগগুলো যাচাই এবং মানসম্মত শিক্ষার লক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করতে।’ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাসের রাষ্ট্রদূত রবার্ট ডব্লিউ গিবসনসহ আরও অনেকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button