ব্যয় কাটছাঁটের প্রতিবাদে ব্রিটেনে বড় ধর্মঘট

Strikeব্যয় কাটছাঁট এবং বেতন বন্ধ করে দেয়ার প্রতিবাদে ব্রিটেনজুড়ে শিগগিরি বড় ধরনের ধর্মঘট পালিত হতে যাচ্ছে। বিভিন্ন সেক্টরের শ্রমিক-কর্মচারিরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যখন দেশটিতে ধর্মঘটের আইন পরিবর্তন করতে যাচ্ছেন তখন নতুন করে ধর্মঘট আসছে। এ বিষয়টি ক্যামেরনের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে- আজ (বৃহস্পতিবার) ব্রিটেনের অন্তত ২০ লাখ শ্রমিক-কর্মচারি বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এর মধ্যে সেবাধর্মী প্রতিষ্ঠান ও  লাইব্রেরির লোকজনও থাকবে। একইসঙ্গে থাকবে ডাক্তার, সিভিল সার্ভেন্ট ও ফায়ার সার্ভিসের লোকজন। ব্রিটেনের শ্রমিক ইউনিয়নগুলো বলছে- সরকার চাকরিতে যে বেতন দেয়া হচ্ছে তা জীবনমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এদিকে, আজকের পরিকল্পিত ধর্মঘটের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভড ক্যামেরন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button