ব্রিটেনে প্রতি ১০ জন শিশুর একজন মুসলিম
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ব্রিটেনে চার বছর বা তার কম বয়সী শিশুর প্রতি ১০ জনের মধ্যে একজন মুসলিম। সর্বশেষ হিসাব অনুযায়ী ২০১১ সালে যুক্তরাজ্যে মোট ৩৫ লাখ শিশু ছিল। তার মধ্যে তিন লাখ ২০ হাজার শিশু ছিল মুসলিম। শুক্রবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত গণমাধ্যম ডেইলি মেইলে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব এসেক্সের অধ্যাপক ডেভিড ভোয়াস বলেন, ‘মুসলিম শিশুর সংখ্যা এ হারে বাড়তে থাকলে এক সময় খ্রিস্টানদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যেতে পারে।’
এক জরিপে দেখা গেছে, ২০০১ সালে ব্রিটেনে মোট ১৬ লাখ মুসলমান ছিল। যা মোট জনসংখ্যার শতকরা তিন ভাগ।
২০১১ সালে মুসলিম জনসংখ্যার পরিমাণ বেড়ে ২৭ লাখে দাঁড়ায়। যা মোট জনসংখ্যার শতকরা চার দশমিক আট ভাগ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড কোলম্যান বলেন, ‘যুক্তরাজ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা অনেক অভিবাসীর বসবাস। এজন্য এখানে মুসলমানদের সংখ্যা দিনদিন বাড়ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা বেশি সন্তান উৎপাদনে অভ্যস্ত। এখানে এসে তারা ঠিক একই কাজ করে।’



