সৌদিতে উদযাপিত হচ্ছে রোজা ভঙ্গের ঈদ
একমাস রোজা সাধনার পর ২৮ জুলাই সোমবার, সৌদি আরবে রোজা ভঙ্গের আনন্দ অর্থাৎ ঈদ উল ফিতর উদযাপিত হয়ে চলেছে। ঈদকে সামনে রেখে রাজধানী রিয়াদ বর্ণিল সাজে সেজেছে। বলা হয়, ঈদের আনন্দ মূলত ছোটদের জন্যেই। এ কথাটিকে সামনে রেখেই যেন আনন্দের গান, ভাঁড়দের কৌতুককর নাচ, মঞ্চনাটক, পুতুলনাচসহ অজস্র খেলাধূলার আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে।
মক্কার আরেক পবিত্র শহর তায়েফে সাতটি পৃথক অঞ্চল ভাগ করে ঈদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের রাজধানী তাবুকে, সাগরসীমান্ত অঞ্চলে বিশেষ নিরাপত্তাবাহিনী নিযুক্ত করা হয়েছে, যেন প্রমোদসাঁতারে নাগরিকরা কোন বিপদের সম্মুখীন না হন। রিয়াদ, তায়েফ ছাড়াও প্রত্যেক বৃহৎ শহরের নগরপালের পক্ষ থেকে আয়োজনকরা হয়েছে বিশেষ আমোদ আপ্যায়ন অনুষ্ঠানের। এবং সকল শ্রেণিপেশার মানুষ যেন এ আনন্দে সমানভাবে অংশগ্রহণ করতে পারে , তা নিশ্চিত করা হবে বলে ঘোষণা করেছেন নাগরপালেরা।



