আজ যারা নির্যাতন করছে তাদেরও কাঁদতে হবে : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের এই অভিযাত্রা চলতেই থাকবে। কালও কর্মসুচি চলবে। দেখি সরকার কতদিন অবরোধ দিয়ে রাখে। তিনি প্রশ্ন করে বলেন, ‘যখন বিডিআরে হত্যাকান্ড ঘটানো হলো তখন এসব বাহিনী কোথায় ছিল?’
তিনি বলেন, ‘আজকে সকলের দায়িত্ব দেশ বাঁচানো মানুষ বাঁচানো। আজ ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করা হচ্ছে। আপনারা কি মনে করেছেন এসবের হিসাব নেই। সব হিসেবে আছে। বিডিআরের অফিসারদের হত্যা করা হয়েছে। আলেমদের হত্যা করা হয়েছে। সাংবাদিকদের ওপর নির্যাতন চলছে। এসব কি বৃথা যাবে; কোন কিছুই বৃথা যাবে না। এখন সারা দেশের মানুষ কাঁদছে। এই মা বোনের কান্না, আলেমদের কান্না, বিডিআরের স্বজনদের কান্না, এগুলোর কোনটাই বৃথা যাবে না। কোন দেশ এই অবস্থায় দেশ চলতে পারে না। এর বিহিত একদিন হবে। আজকে যারা অত্যাচার নির্যাতন করছে একদিন তাদেরও কাঁদতে হবে। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যাবে।’
তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের অফিসার কোথায় গেছে। তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। আপনাকে কি বলেছি বুঝেছেন। বাংলায় বলিছি। বাংলা বোঝেন না, নাকি অন্যকোন ভাষায় বলতে হবে। আপনাদের অফিসারকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। আমি তাদের সঙ্গে কথা বলবো।’
তিনি এক পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, ‘বাড়ি কি গোপালগঞ্জ। ভবিষ্যতে গোপালগঞ্জের নামও থাকবে না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, সংসদ এখনো বহাল আছে। আমি এখনো বিরোধীদলীয় নেতা। আপনারা কেন আমার সঙ্গে এমন আচরণ করছেন। আপনারা আমাকে অবরুদ্ধ করে রাখতে পারেন না। পদশের মানুষ কষ্টে আছে। তাদের নিরাপত্তা দিন। আওয়ামী লীগের গুন্ডাবাহিনী জনগণের ওপর নির্যাতন করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এখানে এসেছেন কেন?

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button