ব্রিটেনে নির্বাচন : রঙিন বাসে বর্ণিল প্রচার

Bus electionব্রিটেনের রাজনৈতিক দলগুলো প্রতীকের পাশাপাশি রং দিয়েও পরিচিত। এবার নিজস্ব সেই রং দিয়ে নির্বাচনী প্রচারণার বিশেষ বাস নামিয়েছে তারা। বাসের গায়ের রং আর দলীয় শ্লোগান বলে দিচ্ছে সবকিছু। এগুলোতে চড়েই নেতারা ঘুরে বেড়াবেন প্রচারণার বাকি দিনগুলো। আসছে ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে গত সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হয়। শুরু হয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ওই দিন কনজারভেটিভ, লেবার ও লিবারেল ডেমোক্রেট পার্টির বিশেষ বাস উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। এগুলোকে বলা হচ্ছে ‘ব্যাটল বাস’। কনজারভেটিভদের দলীয় রং নীল। ব্রিটিশ রাজনীতিতে নীল রং রক্ষণশীলতা, পৌরুষ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যের পরিচায়ক। এই দলের বিশাল আকৃতির বাসটিও নীল রঙে ঢাকা। যার মধ্যে হালকা করে ভাসছে যুক্তরাজ্যের পতাকা। বাসটির গায়ে লেখা কনজারভেটিভ দলের এবারের শ্লোগান পরিবর্তনের জন্য ভোট দিন। সামাজিক গণতন্ত্রী লেবার দলের রং লাল। তারা পাশ্চাত্যের গণতান্ত্রিক মতাদর্শের পাশাপাশি সমাজতান্ত্রিক অর্থনৈতিক উপাদানে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button