তার বয়স এখন ১১২ জানালেন রহস্য (ভিডিও)

‘জন্মিলে মরিতে হবে’ সে কথা সবাই জানে। তারপরও শতায়ু হতে কে না চায়? তবে এ যুগে সে ভাগ্য খুব কম লোকেরই হয়। কেউ যদি সুস্থভাবে ১০০ বছরের বেশি বাচে তাহলে তার বেঁচে থাকার কারণ জানতে ইচ্ছা হয় বৈকি।

তেমনই এক শতায়ু নারী হলেন যুক্তরাজ্যের গ্রেস জোনস। তিনিই ব্রিটেনের সবচেয়ে বেশী বয়সের নারী। ১১২ বছরে পা দিয়েছেন তিনি। নিজেই জানিয়েছেন তার সুস্থ জীবনের রহস্য। কিছুদিন আগে ১০৫ বছরের এক ব্রিটিশ নারী তার শতায়ু হওয়ার কারণ জানিয়েছিলেন। এবার জানালেন গ্রেস জোনস।

যুক্তরাজ্যের ওয়কের্সর বাসিন্দা এই বৃদ্ধা। দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন। ২৬ জন প্রধানমন্ত্রীও দেখেছেন। তার বন্ধুরা তাকে ‘অ্যামেজিং গ্রেস’ নামে ডাকতেন।

এতদিন বেঁচে থাকার সেই রহস্য জানালেন তিনি। তিনি জানিয়েছেন, ৫০ বছর বয়স থেকে প্রত্যেক রাতে এক পেগ করে হুইস্কি খান তিনি। গত ৬০ বছর ধরে বিখ্যাত ‘গ্রাউস সিঙ্গল মল্ট হুইস্কি’ পান করেন।

রাতে এক পেগ হুইস্কি কোনোদিন ‘মিস’ করেন না। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি এভাবে হুইস্কি পান করবেন। তার চিকিৎসকরাও জানিয়েছেন, এতটুকু হুইস্কি খাওয়া তার হাটের্র পক্ষে ভালো।

২৭ বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি। এখনো তিনি মোটামুটি সুস্থই। শুধু কানে একটু কম শোনেন। এখনো প্রত্যেক সপ্তাহে শপিং করতে যান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button