বেফাক’র ৩৭তম পরীক্ষার ফলাফল প্রকাশ : পাসের হার ৭১.১৭ শতাংশ

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ৭টি স্তরের গড় পাশের হার ৭১.১৭ শতাংশ। প্রথম বিভাগে মোট পাশ করেছেন ১০ হাজার ২৬ জন শিক্ষার্থী। গতকাল রোববার বিকেল ৩টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাসচিব মাওলানা মুহাম্মাদ আবদুল জব্বারের কাছে হস্তান্তর করেন। এরপর তা ঘোষণা করা হয়। আবু ইউসুফ বলেন, কওমী মাদরাসার শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। ভবিষ্যতে তারা যোগ্য আলিম হয়ে জাতির সামনে ইসলামের কথা তুলে ধরবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের ওয়েব সাইটে পাওয়া যাবে। এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে (মারহালার ইংরেজি নামের প্রথম অক্ষর যেমন, তাকমিলের , ফযীলতের , সানাবিয়ার , মুতাওয়াসসিতাহ’র , ইবতিদাইয়্যাহ’র , হিফয , কিরাআত’র ) স্পেজ  লিখে  করতে হবে ৯৯৩৩ নম্বরে। গণমাধ্যম বিভাগের দায়িত্বশীল মুহাম্মাদ আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কওমী মাদরাসার সর্বোচ্চ ক্লাস তাকমিলে (স্নাতকোত্তর ডিগ্রি) পাশের হার ছাত্রদের ৭৯.২৫ শতাংশ ও ছাত্রীদের ৭২.১৫ শতাংশ। তাকমিলে মেধা তালিকার শীর্ষে রয়েছে জামিয়া রহমানিয়া আরাবিয়া (আলী এন্ড নূর রিয়েল স্টেট) মোহাম্মদপুর, মাদরাসার ‘মুহাম্মাদ সাআদ হাসান’ এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে মাদারীপুর জামিয়াতুসসুন্নাহ মাদরাসার ‘সুলাইমান’। এছাড়া তাকমিলে বালিকা শাখায় মেধা তালিকায় প্রথম হয়েছে মোমেনশাহী জেলার মিফতাহুল জান্নাত, গলগন্ডা মাদরাসার ‘খাদিজাতুল জান্নাত’ এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে নেত্রকোনা জেলার জামিয়াতুল বানাত ফাতিমা জাহিদ মহিলা মাদরাসার ‘ফাতিমা’। তবে ফযীলত (স্নাতক ডিগ্রি) ছাত্রদের পাশের হার ৬৬.৭৬ শতাংশ এবং ছাত্রীদের ৫৮.৬৬ শতাংশ। ফযীলতের মেধা তালিকার শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার ‘আতাউর রহমান এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া রব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি মাদরাসার ‘নুরুদ্দীন’। বালিকা শাখায় মেধা তালিকার শীর্ষে রয়েছে ঢাকার আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসার)‘সুমাইয়া তাসফিয়া’ এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে নারায়ণগঞ্জ জেলার ইবরাহিমিয়া আমিনিয়া, আটি মহিলা মাদরাসার ‘লিপিকা আফরোজা’। সানাবিয়্যাহ উলইয়া (উচ্চ মাধ্যমিক) ছাত্রদের পাশের হার ৬৫.৭৪ শতাংশ এবং ছাত্রীদের ৪৮.৭০ শতাংশ। মেধা তালিকার শীর্ষে রয়েছে ঢাকার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড, যাত্রাবাড়ি মাদরাসার ‘মু জাওয়াদ আহমদ’ এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে খুলনা জেলার ওমার বিন খাত্তাব (রা) মাদরাসার ‘মুহাম্মদ হাফিজুর রহমান’। এছাড়া সানাবিয়্যাহ’র বালিকা শাখায় প্রথম হয়েছে মোমেনশাহী জেলার মিফতাহুল জান্নাত, গলগন্ডা মহিলা মাদরাসার ‘তাহমিনা ইয়াসমিন’ এবং দ্বিতীয় হয়েছে গাজীপুর জেলার জামিয়া উসমানিয়া দারুল উলুম সাতাইশ মহিলা মাদরাসার ‘সায়্যেদা শুয়াইবা’। মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) ছাত্রদের পাশের হার ৭৮.৩৩ শতাংশ, ছাত্রীদের ৬৭.৬০ শতাংশ। মেধা তালিকার শীর্ষে রয়েছে সিলেট জেলার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ‘আতাউর রহমান’ এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে মোমেনশাহী জেলার জামিয়া ফয়জুর রহমান (রহ) বড় মসজিদ মাদরাসার ‘মুহা আব্দুল কুদ্দুস। এছাড়া বালিকা শাখায় প্রথম হয়েছে যশোর জামিয়া নিয়ামতিয়া কওমী মহিলা মাদরাসার ‘হাফেজা তানজিফা নূর’ এবং মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ঢাকার মাদরাসাতুল কিতাব ওয়াস সুন্নাহ, মুহাম্মদপুর মহিলা মাদরাসার ‘নাজিবা মাহজাবিন জেবা’। ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) ছাত্রদের পাশের হার ৬৬.৩০ শতাংশ ও ছাত্রীদের ৬২.০৮ শতাংশ।
মেধা তালিকার শীর্ষে রয়েছে মাদারীপুর জামিয়াতুস্সুন্নাহ মাদরাসার ‘মুহা আহসানুল্লাহ’ এবং দ্বিতীয় হয়েছে একই মাদরাসার ‘মুহা নাদিম হোসাইন’। বালিকা শাখার মেধা তালিকার শীর্ষে রয়েছে ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দিকা (রা) ঢালকানগর এর ‘মুসাম্মাত নুসরাত জাহান’ এবং দ্বিতীয় হয়েছেমোমেনশাহীর রাহাতুল জান্নাত মহিলা মাদরাসার ‘মোসা মাসুমা’। এছাড়া তাহফিযুল কুরআন ও ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাআত বিভাগের পাশের হার যথাক্রমে ৮৪.০৭ শতাংশ ও ৮৭.৫২ শতাংশ এবং হিফযের ৩৩টি ও ক্বিরাআতের ২টি গ্রুপে পৃথকভাবে মেধা তালিকার শীর্ষে রয়েছে আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা ফজলুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী ও মাওলানা আব্দুর রশিদ, সম্মানিত নিরীক্ষকবৃন্দ এবং ঢাকা ও বিভিন্ন জেলা হতে আগত বিভিন্ন মাদরাসার পরিচালক ও শিক্ষকরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button