ইতালিতে সিয়াম সাধনার মাস

Bishwaবুধবার থেকে শুরু হচ্ছে ইউরোপের দেশগুলোতে রোজা। আমরা যারা প্রবাসে বাস করি তাদের জন্য রমজান মানে অন্য এক সময়। রমজানে আমাদের কাজ অনেক বেড়ে যায়। বেড়ে যায় দেশের প্রতি পিপাসাও। মনে পড়ে দেশে অবস্থানের সময় রমজানের দিনগুলো। ইতালিতে রোজা রাখার সময় ইউরোপের অন্যান্য দেশ থেকে কিছুটা বেশিই বটে। সেহরীর সময় শুরু হয় ভোর ৩ টা ২৫ মিনিটে। কিন্তু ইফতার করতে হয় রাত ৯টায়। তার মানে প্রায় ১৭ ঘন্টা উপোস করতে হয়। তার ওপরে থাকে প্রচন্ড গরম। রমজানের সময়টা অর্থাৎ জুলাই-অগস্ট মাসে ইতালিতে তাপমাত্রা থাকে প্রায় ৪০ডিগ্রী সেন্টিগ্রেডের মতো। অবশ্য মহান আল্লহর রহমতে তাতে আমাদের সিয়াম সাধনায় কোনো কষ্ট হয়না।
সেহরী সেরে নামাজ পড়ে ঘুমোতে হয়। ঘুম থেকে উঠেই আবার সকাল ৮ টায় কাজে যেতে হয়।
ইতালিতে মসজিদগুলোতো রমজান মাসে তারাবী’র নামাজ পড়ার ব্যবস্থা আছে। ইফতারের পর তারাবী’র নামাজের প্রস্তুতি শুরু হয়। নামাজ আদায়ের জন্য মসজিদে আসলে অনেকের সাথেই দেখা হয়। দেশের মানুষের সাথে, মুসলিম ভাইদের সাথে দেখা হয়। তখন মনে কিছুটা প্রশান্তি ফিরে আসে। মনে হয় এক টুকরো বাংলাদেশ।
কাজে-কর্মে, ইফতারের সময় দেশের কথা ভেবে এভাবেই চলে যায় আমাদের রমজান মাসের দিনগুলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button