কাজী জাফরের বাসায় মির্জা ফখরুল
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাজী জাফরের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কোনো কিছু বলেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠকের বিষয়ে জানতে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন মানুষ বাসায় আসতেই পারে। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কাজী জাফর কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ আগামী দিনের করণীয় বিষয়ে তারা একান্তে কথা বলেছেন।



