বিএনপির আন্দোলন নিয়ে আশঙ্কার কিছু নেই

বিএনপির আন্দোলন নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপির আন্দোলন নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, তারা ইতিমধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছে। আন্দোলন গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার তাতে বাধা দেবে না।
এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ ১২টা ২০ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। প্রথমেই তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্চা বিনিময় করেন।
বিএনপির আন্দোলনে সরকার সহিংসতার আশঙ্কা দেখছে না বলে জানিয়ে সৈয়দ আশরাফ ইসলাম বলেন,  বিএনপির আন্দোলন নিয়ে ভাবছি না। আমরা ১৫ আগস্টের শোক দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। তিনি বলেন, ঈদের বাড়ি থেকে মানুষ যেন কর্মস্থলে আসতে পারে এ জন্য সবার সহযোগিতা দরকার। এজন্য সবার সহযোগিতা চাইছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button