লন্ডন মহানগর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে লন্ডন মহানগর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন ওয়াটার লিলিতে লন্ডন মহানগর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়। সংগঠনের আহ্বায়ক আব্দুল খয়েরের সভাপতিত্বেও প্রথম যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক। এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান।
বিশাল আকারের কেক কাটার মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ। এসময় বাংলাদেশের জাতীয় সংগীত ও বিএনপি‘র দলীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কিবরিয়া ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, এম লুতফুর রহমান, আক্তার হুসেন, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, শেখ সামসুদ্দিন শামীম, প্রফেসর ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, ফেরদৌস আলম, সামসুর রহমান মাহতাব, সহযুগ্মসম্পাদক জসিম উদ্দিন সেলিম, আজমল হুসেন জাবেদ, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহসাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, কে আর জসিম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাকেরুর জামান, যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামাল চৌধুরী, মঞ্জুর আশরাফ খান, রহিম উদ্দিন, দেওয়ান আব্দুল বাসিত, আব্দুল কাদির সমসু, সোয়ালেহীন করিম চৌধুরী, রাজীব আহমেদ, সুরমান খান, আব্দুল মুনিম প্রমুখ।
লন্ডন মহানগর যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কলিম উদ্দিন, ফলিক আহমেদ, সালেক আহমেদ, মুন্না আহমেদ রাজু, মামুন আহমেদ, সাদিক আহমেদ, জামাল খালেদ, শেলু আহমেদ, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম মামুন, আতাউর রহমান, রুবেল আহমেদ, জ্যাকসন আহমেদ, শাহজাহান আহমেদ, বাবুল গনি, অজি আহমেদ, নুরুল হক, আতাউর রহমান, আহমেদ আলীসহ আরো অনেকে। সম্মেলনে আব্দুল খয়েরকে সভাপতি, সাহেদ আহমেদকে সাধারণ সম্পাদক ও কিবরিয়া ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে লন্ডন মহানগর যুবদলের দ্বি-বার্ষিক কমিটির অনুমোদন দেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button