২৭ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে

কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৪ কর্মসূচি শুরু

টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৪ অনুষ্ঠান গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফী মো: মিজানুর রহমান, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন, কুরআনের আলো প্রতিভার সন্ধানের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি মুফতি মাওলানা মো: মহিউদ্দিন, সহসভাপতি কারি জহিরুল ইসলাম, ইনফিনিটি মেগামলের চেয়ারম্যান জুনায়েদ হোসেন ও এমডি নাজমুল হোসেন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর পিএইচপি গ্রুপ, কো-স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইনফিনিটি মেগামল, সিজেডএম ও বাংলা ক্যাট। মিডিয়া পার্টনার এনটিভি আয়োজন ইভেন্ট ম্যানেজমেন্ট লাইট ইন সাইড। অনুষ্ঠানটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম ৭৫ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম ৫০ হাজার টাকা এবং মূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর জন্য রয়েছে ১০ হাজার টাকা ও আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানটির রেজিস্ট্রেশন ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন- ০১৭১৬০৪১৬৮২, ০১১৯১৪৩৬৮৮৩, ০১১৯২০০০০০৮। অনুষ্ঠানটি আগামী ১ রমজান থেকে প্রতিদিন ইফতারের আগে এনটিভিতে প্রচার হবে এবং চূড়ান্ত পর্বটি ২৭ রমজান প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও থেকে সরাসরি সম্প্রচার হবে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button