সৌদি আরবে ৬৬ বাংলাদেশি হাজীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে সোমবার পর্যন্ত মহিলাসহ ৬৬ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২/৩ দিনের মধ্যে ১২ জন বাংলাদেশি হাজীর মৃত্যু ঘটে। এদের অধিকাংশই  বার্ধক্যজনিত কারণে এবং কেউ কেউ হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সবশেষে মারা যাওয়া হাজীদের মধ্যে রয়েছেন ঢাকার উত্তরার একেএম আনিসুর রহমান (৭০), বগুড়ার কাহালু উপজেলার মোঃ আজিমউদ্দিন খান (৫৪),কুমিল্লার তিতাস উপজেলর আফসার উদ্দিন (৮০), চট্রগ্রাম জেলার কোতওয়ালি থানার মোঃ গোলাম সাদেক (৫৯),  রংপুরের গঙ্গাচড়া উপজেলার মোঃ আবুল কাসেম ( ৫৯), গাজীপুর সদর উপজেলার মহববুর রহমান (৬৩), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার  মোহাম্মদ আবদুর রহমান ( ৯৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোঃ সফর আলী (৭৩), নরসিংদী সদর উপজেলার মোহাম্মদ তোতা মিয়া( ৬৮) , পাবনার ভাঙ্গুড়া উপজেলার আবদুল কদের (৮৫), শরীয়তপুরের জাজিরা উপজেলার মোঃ আনসার বেপারী (৭১) ও পাবনা সদর উপজেলার মোঃ মোজাহেরুল ইসলাম। একটি বিশ্বস্ত সূত্র জানায়, মারা যাওয়া ৬৬ জন হাজীর মধ্যে মক্কায় মারা যান ৫৩ জন,  মদিনায় ১০ জন এবং জেদ্দায়  ৩ জন। মৃতদের মধ্যে  পুরুষ ৫৮ জন এবং  মহিলা  আছেন  ৮ জন।
সূত্রমতে ১৯ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত ১৮ হাজার হাজী দেশ ফিরেছেন। ৩০ নভেম্বর পর্যন্ত ফিরতি হজফ্লাইট অব্যাহত থাকবে। এবার প্রায় ৯০ হজার বাংলাদেশি পবিত্র হজ্ব পালন করেছেন।
১৪ অক্টোবর পবিত্র হজ্ব অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী  আলহাজ অ্যাডভোকেট মোঃ শাহাজাহান মিয়ার নেতৃত্বে ৬৫ সদস্যের  হজ ডেলিগেশন হজ পালনে সৌদি আরব যান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button