যুক্তরাষ্ট্রে নামাজের সুযোগ চাওয়ায় ২০০ শ্রমিক চাকুরিচ্যুত

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় নামাজের জন্য প্রয়োজনীয় জাগয়ার দাবি করে মিছিল করায় প্রায় ২০০ শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে। এদের বেশিরভাগই সোমালি অভিবাসী।
দা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) জানায়, কারগিল মিট সিলউশন্স নামের ওই কারখানার ম্যানেজাররা মুসলিম শ্রমিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। কারখানাটি ডেনভার থেকে ৭৫ মাইল দূরে ফোর্ট মর্গানে অবস্থিত।
কেয়ারের মুখপাত্র জেলানি হুসেন বলেন, দীর্ঘদিন যাবৎ এখানকার শ্রমিকরা নামাজের সুযোগ পেলেও এখন তাদের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং তারা এর প্রতিবাদ জানান। ইসলামী বিধানমতে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক।
তিনি বলেন, এসব শ্রমিকরা ভালো এবং তাদের ব্যাপারে অন্য কোনো ইস্যু নেই। কোম্পানির মুখপাত্র মাইক মার্টিন বলেছেন, তারা সাধ্যমত সব শ্রমিককে ধর্মকর্ম পালনের সুযোগ করে দেন। তিনি বলেন, মিছিলের পর তিন ধরে কাজে যোগ না দেয়ায় ১৯০ শ্রমিককের চাকুরিচ্যুত করা হয়েছে।
কারগিলের ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের ৬৮টি দেশে তাদের কারখানায় ১ লাখ ৫৫ হাজার লোক কাজ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button