গাজা সঙ্ঘাত প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

Warsiগাজা প্রশ্নে ব্রিটিশ সরকারের নীতিতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি পদত্যাগ করেছেন।
তিনি জানিয়েছেন, গাজা প্রশ্নে সরকারের নীতি তার পক্ষে আর সমর্থন করা সম্ভব নয় বলে তিনি পদত্যাগ করছেন। তিনি তার ট্যুইটারে বলেন, তিনি ‘গভীর অনুশোচনা’ নিয়ে সরে যাচ্ছেন।
লেডি ওয়ার্সি ২০১০ সালে ডেভিড ক্যামেরনের মন্ত্রী হন। তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী। এর আগে তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।
মঙ্গলবার তিনি টুইটারে বলেন, ‘আমি গভীর অনুশোচনায় আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছি। আমি গাজা প্রশ্নে সরকারের নীতি আর সমর্থন করতে পারছি না।’
তিনি গাজা সঙ্কট অবসানে আরো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানি অভিবাসীর মেয়ে ওয়ার্সি ওয়েস্ট ইয়র্কশায়ারের ডিউসবুরিতে বেড়ে ওঠেন। রাজনীতিতে যোগ দেয়ার আগে আইনজীবী ছিলেন।
ইসরাইল ৮ জুলাই গাজায় হামলা শুরু করে। ওয়ার্সি হামলার পর থেকেই তা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন।
২১ জুলাই তিনি লিখেছিলেন, ‘নির্দোষ বেসামরিক লোকজনকে হত্যা অবশ্যই বন্ধ করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দরকার। এই দুর্ভোগ বন্ধ করতে উভয় পক্ষের নেতৃত্বকে এগিয়ে আসতে হবে।’
এর তিন দিন পর তিনি লিখেন, ‘শিশুদের হত্যার অজুহাত দেয়ার চেষ্টা কি লোকজন বন্ধ করতে পারে না।’
গত সপ্তাহে তিনি চ্যানেল ৪ নিউজে খবর বেরিয়েছিল যে এফসিও কর্মকর্তারা মনে করেন, গাজা প্রশ্নে ‘সরকারের নীতির প্রতি ওয়ার্সি অত্যন্ত ক্ষুব্ধ এবং উৎকণ্ঠিত।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button