তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৭৮.৮৭ ভাগ

বেসরকারিভাবে প্রতিষ্ঠিত সিলেট বিভাগের উল্লেখিত মাদরাসাসমূহের সমন্বয়ে গঠিত তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের সমাপনী (তাকমীল) পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৭৮.৮৭ ভাগ। গতকাল দুপুরে বোর্ডের প্রধান কেন্দ্র হাজী কুদরত উল্লাহ মাদরাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান ক্বারী মাওলানা জমীরুদ্দীন।
এ সময় শিক্ষা বোর্ডের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সচিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল ওয়াহিদ, অফিস সেক্রেটারি হাফিজ মুজিবুর রহমান, সহকারী অফিস সেক্রেটারি হাফিজ আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ হুসাইন আহমদ, হাফিজ মাওলানা বদরুল হক, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ আলী হোসেন প্রমুখ।
এবারের পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার মোঃ ইবরাহীম খলীল তামিম ও মোঃ আহমদ শাকির এবং ২য় স্থান অধিকার করেন গোলাপগঞ্জ উপজেলার নোয়াই হাফিজিয়া মাদরাসার কৃতী ছাত্র মোঃ দেলওয়ার হুসাইন। এছাড়া আরো কয়েকটি মাদরাসা শতভাগ পরীক্ষার্থী পাস করার গৌরব অর্জন করেছে। তন্মধ্যে হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসা, সিলেট ক্যাডেট মাদরাসা, মানিকগঞ্জ মাদরাসা, শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা, কৈলাশ শাহনূর দাখিল মাদরাসা, আলহারামাইন হাফিজিয়া মাদরাসা, মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদরাসা। উল্লেখ্য, বোর্ডের অন্তর্ভুক্ত ৩৫টি মাদরাসার মধ্যে এবার ২১টি মাদরাসা বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button