২৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

নিরাপত্তার কারণ দেখিয়ে ২৯ ডিসেম্বর রোববার ১৮ দলীয় জোটকে রাজধানীতে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপির মুখপাত্র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে ২৯ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
তিনি বলেন, ডিএমপির কাছে গোয়েন্দা তথ্য আছে, ২৯ ডিসেম্বর এ সমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে দুষ্কৃতিকারীরা ঢাকায় জড়ো হতে যাচ্ছে। এসব দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন স্থানে বৃক্ষ নিধন, সড়ক ধ্বংস করা, বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা, বোমা বিস্ফোরণ, এমনকি হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড চালিয়েছে। নাশকতার কর্মকাণ্ডে নেতৃত্বদানকারী গ্রুপগুলো ২৯ ডিসেম্বরের আগেই ঢাকায় ঢুকবে বলে গোয়েন্দা তথ্য আছে। এই তথ্যের ভিত্তিতেই রাজধানীতে বিশেষ অভিযান চলছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে ২৯ ডিসেম্বরের গণজমায়েতের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রহসনের নির্বাচন প্রতিহত করতে ও গণতন্ত্র রক্ষায় সারা দেশের জনগণকে ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে যাত্রা করার ডাক দেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। যাকে তিনি নাম দেন ‘মার্চ ফর ডেমোক্রেসি’। এদিন জাতীয় পতাকা হাতে সবাইকে নয়া পল্টন অবস্থান নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
এদিকে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৯ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপি’র কাছে আবেদন করে বিএনপি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button