গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিক্ষোভ, ব্রিটেনের সমর্থন

HongKongগণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে হংকংয়ে যে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে, তাতে সমর্থন রয়েছে ব্রিটেনের। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। শান্তিপূর্ণভাবে সঙ্কট নিরসনে সব পক্ষকে একটি গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বৃটেন। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ব্রিটেন সরকার হংকংয়ের পরিস্থিতিতে উদ্বিগ্ন এবং সেখানকার ঘটনাপ্রবাহ সতর্কভাবে পর্যবেক্ষণ করছে দেশটি। ওই বিবৃতিতে বলা হয়, উন্নতি, নিরাপত্তা ও বিক্ষোভ প্রদর্শনের অধিকার হংকংয়ের মৌলিক অধিকারসমূহ ও স্বাধীনতার ওপর নির্ভরশীল। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এদিকে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে বৃটেনের মধ্যস্থতা বন্ধের আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। বৃটেনের মধ্যস্থতায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীনের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা। গণতন্ত্রের দাবিতে ব্যাপক বিক্ষোভে হংকংয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু অংশ অচল হয়ে পড়েছে। পিপার স্প্রে, টিয়ার গ্যাস ও লাঠিপেটা উপেক্ষা করে অব্যাহত রয়েছে বিক্ষোভ। ১৯৯৭ সালে ব্রিটিশ ঔপনিবেশমুক্ত হয় হংকং এবং চীনের কাছে হংকংয়ের ক্ষমতা হস্তান্তর করে ব্রিটেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button