ঢাবির সিনেট নির্বাচনে আওয়ামী সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ ১৮টি পদে জয়লাভ করেছে। বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী পরিষদ পেয়েছে ৭টি পদ। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। গত ১৪ এবং ২১সেপ্টেম্বর ঢাকার বাইরে এবং ২৮ সেপ্টেম্বর ঢাকায় মোট ৪৩টি কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহন করা হয়। নির্বাচনে জয়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের পার্থীরা হলেন এম ফরিদ উদ্দিন (৯৩৮৪ ভোট), এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল (৯১০৮ ভোট), ড. মোহাম্মদ ফরাস উদ্দিন (৯০৬৩ ভোট), ড. এ কে এম গোলাম রব্বানী (৮৭৫০), অধ্যাপক ড. অসীম সরকার (৮৬৬৭ ভোট), এস এম বাহালুল মজনুন চুন্নু (৮৬১১ ভোট), মাহফূজা খানম (৮৬০৬), অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান (৮৫২৯ ভোট), ড. এস এম ইমামুল হক (৮৫১৩ ভোট), ড. মো: আজিজুর রহমান (৮৪১৯ ভোট), নার্গিস জাহান বানু (৮৪০৫ ভোট), ড. মো: আবদুস সামাদ (৮৩৪৬ ভোট), এ বি এম বদরুদ্দোজা (৮২৮২ ভোট), এ এইচ এম এনামুল হক চৌধুরী (৮২৭১ ভোট), অধ্যাপক মো: আব্দুল বারী (৮২৩৫), অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ (৮২২১ ভোট), রামেন্দু কৃষ্ণ মজুমদার (৮২০২ ভোট). ড. মো: শাসসুল হক ভূঁইয়া (৮০৭৭ ভোট)। জাতীয়তাবাদী পরিষদের জয়ী প্রার্থীরা হলেন অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার (৮৯৩০ ভোট), ড. মো: আবদুল হালিম পাটোয়ারী টিটো (৮৮৫৪ ভোট), ড. আবদুল আজিজ (৮৪৩৮ ভোট), ড. উম্মে কূলসুম রওজাতুর রোম্মান (৮২৮৩ ভোট), ড. মো: মোর্শেদ হাসান খান (৮১৯৭ ভোট), মাহফুজ উল্লাহ(৮১০২ ভোট), ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমেদ অসীম (৮০৫৫ ভোট)। ফল ঘোষণা শেষে ড. সহিদ আকতার হোসাইন বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয়তাবাদী পরিষদের যেসব অভিযোগ তাতে খুব বেশী সমস্যা হয়নি। সমস্যা হলে তারা নির্বাচনে অংশ না নিয়ে বর্জন করত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button