গঠনমূলক সিদ্ধান্ত নেয়ার আহ্বান বান কি-মুনের

Ban Ki Monবিশ্বনেতাদের গঠনমূলক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। যখন শীতল যুদ্ধের ভূত ফিরে আসছে, আরব বসন্ত মারাত্মকভাবে ভুল পথে গেছে তখন তার এ আহ্বানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বুধবার সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, এ বছর আশা ধূসর হয়ে গেছে। অবর্ণনীয় কর্মকান্ড ও বিপুল নিরপরাধ মানুষের প্রাণহানিতে আমাদের হৃদয় ভারি হয়ে আছে। ১৯৩টি দেশের নেতাদের সম্মেলনে এ সময় সব সদস্য গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন। জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বান কি-মুন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত মানুষ শরণার্থী হয় নি। এত মানুষ বাস্তুচ্যুত হয় নি। এত মানুষ আশ্রয়প্রার্থী হয় নি। এর আগে এত বেশি মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা ও জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ চেয়ে জাতিসংঘ আহ্বান জানায় নি।
বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তিনি ফিলিস্তিনের নিরপরাধ মানুষ হত্যা, ইরাক ও সিরিয়ায় ব্যাপক আকারে মানুষ হত্যাকে বোঝাতে চেয়েছেন।
বান কি-মুন বলেন, যখন সঙ্কট ক্রমেই বাড়ছে, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে তখন দৃশ্যত বিশ্ব ব্যর্থ হচ্ছে। কিন্তু নেতাদেরকেই আশার বীজ খুঁজতে হবে। তাকে লালন করে বড় করতে হবে। এটাই আমাদের কাজ। আজ আপনাদের কাছে এটাই আমার আহ্বান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button