জিতলে ৫ বছরই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ : শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বাংলাদেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতলে ৫ বছরই ক্ষমতায় থাকবে। আমরা সরকার গঠন করে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করব। জামায়াত-বিএনপি, সন্ত্রাসী, জঙ্গি, স্বাধীনতাবিরোধী মুক্ত শান্তির বাংলাদেশ গড়ব। সে জন্য এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উচ্চ বিদ্যালয় মাঠে পাইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সিকদার নূর মোহাম্মদ দুলু, ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী, উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু, মাহাবুব আলী খান, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, শরীফ আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান ইছানুর রশিদ রিপন, মুক্তিযোদ্ধা এনামুল হক এনাম, ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
শেখ সেলিম বলেন, খালেদা জিয়া গোপালগঞ্জ সম্পর্কে কটূক্তি করে গোপালগঞ্জের মানুষের মনে আঘাত এনেছেন। গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান। মুক্তিকামী ও মুক্ত চেতনার হাজার হাজার মানুষ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। গোটা বাঙালি জাতি গোপালগঞ্জকে শ্রদ্ধার সাথে দেখেন। জিয়া বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে। গোপালগঞ্জের প্রতি বিমাতা সুলভ আচরণ করেছিল। তার স্ত্রী খালেদা জিয়া একই নীতি অনুসরণ করে স্বাধীনতাবিরোধীদের রক্ষায় গোপালগঞ্জ ও বাংলাদেশের নাম মুছে দিতে চাইছেন। ওনার স্বামী পারেনি, উনিও পারবেন না। আমরা এর প্রতিশোধ নেব। সরকার গঠন করতে পারলে পাকিস্তানি খালেদার এদেশে কোন স্থান হবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button