সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ

Gulamজাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহকে সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদকও ছিলেন। রাজনীতিবিদ গোলাম মসীহ পেশাদার কূটনীতিক শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। আর শহীদুল ইসলামকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) আল্লামা সিদ্দিকীকে তুরস্কের রাষ্ট্রদূত করা হয়েছে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম মসীহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি লন্ডনে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে চাকরি করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যে ব্রিটিশ গ্যাস, ফ্রান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিকসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভ্রমণপ্রিয় গোলাম মসীহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, নরওয়ে, সুইডেন, রাশিয়া, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন এবং জাপান সফর করেছেন।
লন্ডনে থাকাকালে ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দেন গোলাম মসিহ। ১৯৯৬-২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক কূটনৈতিক সর্ম্পক বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button