৩২ রোগির মৃত্যু : দায়ী ডাক্তার, নার্স

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিনে ১০ শিশু সহ ৩২ রোগির মৃত্যু ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.আব্দুস সবুর মিয়া তদন্ত রিপোর্ট জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টে রোগীদের সাথে ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের অবহেলা, হরতাল-অবরোধে রোগীর সংখ্যা বৃদ্ধি, অব্যবস্থাপনা, রোগীদের স্থান সঙ্কুলান না হওয়া, জনবল সংকট সহ বেশ কিছু কারণকে এক সাথে ১০ শিশু সহ ৩২ জনের মৃত্যুকে দায়ী করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ১০ শিশু সহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় দেশ ব্যাপী ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
দীর্ঘ ১৩ দিন পর তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেয়ার পর মন্ত্রনালয়ে এর অনুলিপি প্রেরণ করা হয়েছে বলেও জানান পরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন ভূইয়াকে প্রধান করে আরো একটি কমিটি গঠন করা হয়। ৭দিনে মধ্যে ঐ কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও এখনো তা দাখিল করতে পারেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button