ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদসহ গ্রেফতার ১৯

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদসহ দলটির ১৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতেই তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হবে। রোববার তাদেরকে আদালতে তোলা হবে।
ডিএমপির সহকারী কমিশনার আবু ইউসুফ জানিয়েছেন, জামায়াত-শিবিরের হাইভোল্টেজ নেতাদের আটকের পর রাজধানীসহ সারা দেশে ভাঙচুর ও বিশৃঙখলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেজগাও অঞ্চলের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে জামায়াতের ওই ১৯ জনকে গ্রেফতার করা হয়।
বিপ্লব কুমার সরকার বলেন, “জাকির হোসেন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামসহ ১৯ জনকে আটক করা হয়েছে।”
আটকের মধ্যে জামায়াতের মোহাম্মদপুর থানা আমির জিয়াউল আহসানও রয়েছেন বলে মোহাম্মদপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।
কী অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু বলেনি পুলিশ।
বিপ্লব কুমার বলেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button