কুড়িগ্রামে ট্রলার ডুবি : নিখোঁজ ১২

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ট্রলার ডুবির ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে মানিক মিয়া (৬) নামে এক শিশুর লাশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজীবপুর উপজেলার বড়বেড় চরে ব্রহ্মপুত্র নদে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের ওপারে বড়বেড় চর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শ্যালোইঞ্জিন চালিত খেয়ার নৌকাটি নয়াচর বাজারে যাচ্ছিল। প্রবল স্রোত ও ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন।  ট্রলারটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা সবাই ভিজিএফ’র চাল নেয়ার জন্য মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button