গ্ল্যাক্সো স্মিথক্লাইনকে ৪৯ কোটি ডলার জরিমানা

GSKবিশ্বের অন্যতম বৃহত্তম ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইনকে ঘুষ দেয়ার অভিযোগে ৪৯ কোটি ডলার জরিমানা করেছে চীনের একটি আদালত। প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত ঔষধ বিক্রি বৃদ্ধির জন্য বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারদের ঘুষ প্রদানের অভিযোগে এ দণ্ড দেয়া হয়। চীনে জিএসকের সাবেক প্রধান মার্ক রিলিকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, যদিও সাজাটি চার বছরের জন্য স্থগিত করা হয়েছে। জিএসকের অন্যন্য কর্মকর্তাদেরও স্থগিত সাজা দেয়া হয়েছে।
সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, এক দিনের বিচারে অপরাধীদের দোষী সাব্যস্ত করে চাংসার একটি আদালত এ রায় প্রদান করে।
গত বছরের জুলাই মাসে চীনা কর্তৃপক্ষ প্রথম ঘোষণা দিয়েছিল যে জিএসকের কেলেঙ্কারিটি তারা তদন্ত করছে।
গ্ল্যাক্সোস্মিথক্লাইন কর্তৃপক্ষ চীনের সরকার ও জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যার অ্যান্ড্রু উইটি বলেন, ‘চীন আমাদের ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, কিন্তু ঘুষের এ ব্যাপারটি জিএসকের জন্য গভীর হতাশাজনক।’
তিনি আরো বলেন,‘আমরা আছি এবং অব্যাহত ভাবে এঘটনা থেকে শিক্ষা নেব। জিএসকে একশত বছর ধরে ঘনিষ্টভাবে চীনের সাথে জড়িত এবং আমরা সম্পূর্ণভাবে চীনের জনগনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button