রোহিঙ্গা শিশুদের জীবন বাঁচাতে এগিয়ে আসুন: ইউনিসেফ

Unicefজাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজ রোহিঙ্গা শিশুদের অপুষ্টি দূর করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে অসংখ্য শিশুর মৃত্যু হবে।
ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফ বুলিয়ার্ক এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য স্বাস্থ্যসম্মত পয়োঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি করা যায়নি। এর ফলে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
এসব শরণার্থী শিবিরে মারাত্মক খাদ্য ঘাটতির কথা উল্লেখ করে বুলিয়ার্ক বলেন, এক চতুর্থাংশ রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এই সংখ্যা নিতান্ত কম নয় এবং তাদের খাদ্যের ব্যবস্থা করা না গেলে বিপুল সংখ্যায় তাদের মৃত্যু হবে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন।
বড়দের সঙ্গে খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে আছে রোহিঙ্গা শিশু; এই খাদ্য পর্যাপ্ত নয় এবং তা তারা নিয়মিতও পায় না (ফাইল ছবি)
ইউনিসেফের মুখপাত্র বলেন, এই শিশুদের সাহায্যে এখনই এগিয়ে না এলে তাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
গত আগস্ট মাসের শেষ দিক থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানে অন্তত আট হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। এছাড়া, এই নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। -পার্স টুডে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button