সিরিয়াকে ঘিরে উত্তেজনা বাড়ছে বিশ্বময়

৩০ সেকেন্ড দূরে তৃতীয় বিশ্বযুদ্ধ! Syriaডেইলি মিররের একটি প্রতিবেদনে উচ্চারিত হয়েছে এমনই সতর্কবানী। শনিবার যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সিরিয়ায় আইসিসের লক্ষ্যবস্তুতে ২৪টি হামলা চালানোর দাবি করেছে। একইদিনে রাশিয়া দাবি করেছে, ৫৫টি হামলার। স্থলেও সমানতালে যুদ্ধ চলছে। বাশার আল আসাদের সৈনিকরা শুধু আইসিসের বিরুদ্ধেই লড়ছে না, তারা মার্কিন যুক্তরাষ্ট্র কতৃক প্রশিক্ষণ প্রাপ্ত আসাদ বিরোধীদের লক্ষ্য করেও অভিযান পরিচালনা করছে।
সিরিয়ার আকাশ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সমর নায়কেরা আশঙ্কা করছেন যেসব দেশ সিরিয়ায় হামলা চালাচ্ছে সেসব দেশের যুদ্ধ বিমান, ড্রোনের মধ্যে যে কোন সময় সংঘর্ষ হতে পারে। এতে নতুন করে তৈরি হতে পারে বৈশ্বিক সংকটের। এরইমধ্যে মার্কিন যুদ্ধবিমানকে কয়েকটি লক্ষ্যবস্তু পরিত্যাগ করতে হয়েছে। রাশিয়ার যুদ্ধ বিমান এড়াতে হয়েছে কয়েকবার। ইউএস সেন্ট্রাল কমান্ড কাতার প্রকাশিত ছবিতে দেখা যায় ইউএস এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার এসইউ-৩৪ এর কতটা কাছাকাছি। সিরিয়ায় মার্কিন বিমান হামলার নেতৃত্বে থাকা লে. জেনারেল চার্লস ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো ২০ মাইলের মতো দূরত্বে থাকছে। এ বিমানগুলোর যে গতি তাতে ৩০ সেকেন্ড এদিক-সেদিক হলেই যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
Syria Coalition

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button