নাইজেরিয়ায় সন্ত্রাস দমনের নামে চলছে মুসলিম নিধন

Nizarনাইজেরিয়ার সেনাবাহিনী সন্ত্রাস দমনের নামে মুসলমানদের নির্বিচারে হত্যা করছে বলে অভিযোগ করেছে দেশটির প্রধান ইসলামপন্থী সংগঠন। জামায়াতু নাসরিল ইসলাম (জেএনআই) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সারা দেশে মুসলমানদের ওপর হত্যা, জাতিগত শুদ্ধি অভিযান এবং বর্বরোচিত নির্যাতন চলছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকতে পারে সন্দেহ হলেই নিরাপত্তা বাহিনী মুসলমানদের আটক করছে। আটকের পর ক্রস-ফায়ার ও এনকাউন্টারের মতো নৃশংস পদ্ধতিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মুসলমানরা।
গত সপ্তাহে নাইজেরিয়ার নাসারাওয়া প্রদেশে এক সেনা অভিযানের পর জেএনআই এ বিবৃতি প্রকাশ করল। ইসলামপন্থী সংগঠনটি বলেছে, ওই অভিযানে বিনা বিচারে ১৫ জন মুসলমানকে হত্যা করেছে সেনা বাহিনী। ‘নিরপরাধ মুসলমানরা যে নির্দয় গণহত্যার’ শিকার হচ্ছেন ওই অভিযান তার জ্বলজ্যান্ত প্রমাণ বলে জানিয়েছে জামায়াতু নাসরিল ইসলাম।
অবশ্য নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস ওলুকোলাডে জেএনআই’র এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, ‘আইন মান্যকারী’ নাগরিকদের ওপর গণহত্যা বা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড চালানোর কোনো ইচ্ছা সেনাবাহিনী বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button