সৌদিতে বিশ্বের উচ্চতম ভবন নির্মাণে অর্থায়ন

Long Towerসৌদি আরবে বিশ্বের উচ্চতম ভবন নির্মাণে অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করেছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। জেদ্দায় লোহিত সাগরের কাছে ‘জেদ্দা টাওয়ার’টি নির্মাণ করা হবে।
সৌদি প্রিন্স আল-ওয়ালেদ বিন তালালের পরিচালনাধীন কিংডম হোল্ডিংয়ের পক্ষ থেকে গত রোববার বলা হয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘জেদ্দা ইকোনমিক কোম্পানি’ ভবনটি নির্মাণে ২০০ কোটি আমেরিকান ডলার অর্থায়নের চুক্তি করেছে। ‘সৌদি অ্যারাবিয়াস আলিনমা ইনভেস্টমেন্ট’-এর সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে ভবনটির নাম ‘কিংডম টাওয়ার’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তখন এর নির্মাণব্যয় ধরা হয়েছিল ১২০ কোটি ডলার।
কিংডম হোল্ডিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আলিনমা ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনায় আলিনমা ব্যাংক এই ফান্ডের অর্থের জোগান দেবে। প্রস্তাবিত ১৭০ তলাবিশিষ্ট ভবনটি উচ্চতায় ছাড়িয়ে যাবে বিশ্বের উচ্চতম ভবন ‘বুর্জ খলিফা’কেও। নির্মিতব্য ভবনটিতে হোটেল, অ্যাপার্টমেন্ট এবং অফিস থাকবে। ২০১৮ সাল নাগাদ ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হবে। -আল-জাজিরা

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button