ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ২৭ জন নিহত

ময়মনসিংহ শহরের পৌরসভা সংলগ্ন নূরানী জরদা ফ্যাক্টরি কার্যালয়ে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের ২৬ জন নারী ও একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তি।

শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মইনুল হক জানান, এই ঘটনায় ওই ফ্যাক্টরির মালিক নূরানী তালুকদার ওরফে শামীমসহ আটজনকে আটক করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এবং এলাকাবাসী আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ পুলিশ কন্ট্রোল রুম এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ ধারণা করছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ পৌরসভা কার্যালয়ের পাশে ব্যবসায়ী শামীমের নূরানী জরদা কারখানা কার্যালয়ে আজ সকালে জাকাতের কাপড় দেওয়ার কথা ছিল। এই খবরে শহরের বস্তি এবং ব্রহ্মপুত্র পাড়ের চর এলাকার নারী, পুরুষ ও শিশু বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে ওইখানে ভিড় জমায়। আজ সেহরির সময় জরদা ফ্যাক্টরির মূল ফটক খোলার পর তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাপড়ের জন্য। এ সময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই কয়েকজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে এবং হাসাপাতালে ভর্তি করার পর মারা যায় কয়েকজন। মৃতের সংখ্যা দাঁড়ায় মোট ২৭।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button