প্যারাডাইস পেপারসে থাকা প্রভাবশালীরা

paradise‘পানামা পেপারসের পর এবার ‘প্যারাডাইস পেপারস’। জার্মান দৈনিক ‘জিটডয়েচ সাইতং’ প্রকাশ করেছে এ কেলেঙ্কারির খবর। এতে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে।
বারমুডাভিত্তিক ‘অ্যাপলবি’ নামের আইনি সেবাদাতা একটি প্রতিষ্ঠানের ফাঁস হওয়া এক কোটি ৩৪ লাখ নথি তুলে দেয়া হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) হাতে। আইসিআইজে এসব নথির সত্যতা যাচাই-বাছাই করছে। সংগঠনটি তাদের ওয়েবসাইটে কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের নামও প্রকাশ করেছে।
এছাড়াও বিশ্বের ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক ফাঁস হওয়া নথিগুলো বিশ্লেষণ করছেন। এ পর্যন্ত তদন্তে বিশ্বের ১২০ জন রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যদের নাম এসেছে।
আইসিআইজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক, কেবিনেট সদস্য ও তহবিলদাতার নাম রয়েছে। আরও রয়েছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, মন্ত্রী ও তাদের পরিবার ও ঘনিষ্ঠজনের নাম।
তালিকায় রয়েছেন যারা:
*ব্রাজিলের কৃষিমন্ত্রী বেলেরিও বোর্গেস ম্যাগি
*যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ওয়েসলি কে. ক্লার্ক
*উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী স্যাম কাহাম্বা কুতেসা
*অস্ট্রিয়ার সাবেক চ্যান্সেলর আলফ্রেড গুজেনবাওয়ার
*সৌদি আরবের সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী প্রিন্স খালেদ বিন সুলতান বিন আবদুল আজিজ
*মন্টেনেগ্রোর সাবেক নেতা মিলো জুকানোভিচের বোন অ্যানা কোলারেভিচ
*ইরাকের পার্লামেন্টের সাবেক সদস্য মুধার গাসান শওকত
*ইউক্রেনের পার্লামেন্টের সাবেক সদস্য অ্যান্টন প্রিগোডক্সি
*কেনিয়ার সাবেক কৃষিমন্ত্রী স্যালি কোসেগি
*কাজাখস্তানের সাবেক বাণিজ্যমন্ত্রী মুখতার অ্যাবিয়াজোভ
*কাজাখস্তানের সাবেক গ্যাস ও তেলমন্ত্রী সাওয়াত মুখামেতবায়েভিচ
*মেক্সিকোর সাবেক জাতীয় নিরাপত্তা সচিব আলেহান্দ্রো গের্তজ ম্যানেরো
*ঘানার সাবেক প্রেসিডেন্টে জন মাহামার ভাই ইব্রাহিম মাহামা
*ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল সুহার্তোর ছেলে টমি সুহার্তো
*কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সাবেক সিইও হোসে     মারিয়া ফিগুয়েরেস
*কানাডার সাবেক প্রধানমন্ত্রী জ্য ক্রেটিয়াঁ
*কানাডার সাবেক প্রধানমন্ত্রী পল মার্টিন
*কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরনি
*জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা
*পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ
*যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যমন্ত্রী পেনি পিৎজার
*যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মাশিয়াল সেক্রেটারি জেমস মেয়ার স্যাসন
*এল সালভাদরের সাবেক ভাইস প্রেসিডেন্ট কার্লোস কুন্তিনিলা স্মিদ
*ইউরোপীয় পার্লামেন্টে লিথুনিয়ার সদস্য অ্যান্তানাস গুয়োগা
*ভারতের রাজ্যসভায় বিজেপির সদস্য রবীন্দ্র কিশোর সিনহা
*ভারতের বেসামরিক বিমানমন্ত্রী জয়ন্ত সিনহা
*কাজাখস্তানের বিমান ও প্রতিরক্ষামন্ত্রী বেইবুত অ্যাতামকুলভ
*ব্রাজিলের অর্থমন্ত্রী হেনরিক দ্য ক্যাম্পোস মেইরেলিস
*জাম্বিয়ার বিরোধীদলীয় নেতা হ্যাকাইন্দি স্যামি হিচিলেমা
*ইন্দোনেশিয়ার বিরোধীদলীয় নেতা প্রাবোয়ো সুবিয়ান্তো
*নাইজেরিয়ার সিনেটের প্রেসিডেন্ট বুকোলা সারাকি
*সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের কাজিন রামি মাকলফ
*কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস
*লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ
*তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের ছেলে একরাম ও বুলেন্ত ইলদিরিম
*জর্ডানের রানি নূর আল-হুসেইন
*ব্রিটেনের রানি রানি দ্বিতীয় এলিজাবেথ
*যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার লুইস রস জুনিয়র
*যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
*ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ভ্যালেরি ভসচোভেস্কি
*আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি
*জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিডজিনা ইভানিসভিলি
*আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুডুর ডেভিড গানলাগসন
*ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আওয়ালী
*জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী আলি আবু আল রাগিব
*কাতারের সাবেক প্রধানমন্ত্রী হাম্মাদ বিন জসিম বিন জাবের আল থানি
*কাতারের সাবেক আমির হাম্মাদ বিন খলিফা আল থানি
*সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল-সৌদ
*সুদানের সাবেক প্রেসিডেন্ট আহমাদ আলি আল-মিরঘানি
*ইউএই প্রেসিডেন্ট ও আবুধাবির আমির খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান
*ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী (সাজাপ্রাপ্ত) পাবলো আজরেঙ্কো
*ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো প্রসেঙ্কো
*আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভের স্ত্রী, দুই মেয়ে, ছেলে এবং বোন
*মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতারন ব্যাটবোল্ড
*অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবল
*চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শ্যালক ডেং জিয়ানগুই
*চীনের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে লি শাওলিন
*রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাল্যবন্ধু আর্কাডি ও বরিস রোটেনবার্গ
*রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু সের্গেই রোলডুগিন
*সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের চাচাতো ভাই রামি ও হাফেজ মাখলুফ
*ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাবা ইয়ান ক্যামেরন
*মিসরের সাবেক প্রেসিডেন্টে হুসনি মুবারকের ছেলে আলা মুবারক
*মরক্কোর বাদশার একান্ত সচিব মুনির মাজিদি
*পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম এবং ছেলে হাসান ও হুসেইন
*ঘানার সাবেক প্রেসিডেন্টের ছেলে জন আডো কুফর
*মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ছেলে মুহাম্মদ নাফিজউদ্দিন বিন মুহাম্মদ নাজিব
*আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্তর ক্রিসনারের সহযোগী ড্যানিয়েল মুনজ
*মেক্সিকো প্রেসিডেন্টের প্রিয়ভাজন ঠিকাদার হুয়ান আরমান্ডো
*স্পেনের সাবেক রাজা প্রথম হুয়ান কার্লোসের বোন পিলার দ্য বোরবন
*আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী জন ক্লদ
*দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ভাইয়ের ছেলে ক্লিভ কুলভুস জুমা
*গায়ানার সাবেক স্বৈরশাসক তুরের স্ত্রী মাদাম তুর
*ফিলিস্তিন বিনিয়োগ তহবিলের পরিচালক মোহাম্মদ মুস্তাফা
*ইকুয়েডরের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর পেদ্রো দেলগাদো
*গ্রিসের প্রেসিডেন্টের সাবেক পরামর্শক স্ট্রাভরোচ পাপাসতাভরো
*কঙ্গোর পার্লামেন্ট সদস্য ও প্রেসিডেন্ট লরেন্ট কাবিলার জমজ বোন জায়নেট ডেসিরি কাবিলা
*কাজাখাস্তানের আস্তানা শহরের সাবেক ডেপুটি মেয়র নুরালি আলিয়েভ
*পানামার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান রিকার্দো ফ্র্যাঙ্কোলিনি
*পেরুর গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সিজার আলমেইদা
*আলজেরিয়ার শিল্প ও খনিমন্ত্রী আবদেসালাম বোকোরায়েভ
*এঙ্গোলার পেট্রোলিয়ামমন্ত্রী হোসে মারিয়া
*বুয়েনস আয়ারসের সাবেক অর্থমন্ত্রী নেস্তর গ্রিনদেত্তি
*কম্বোডিয়ার আইনমন্ত্রী আং ভং ভাথানা
*ফ্রান্সের সাবেক মন্ত্রী জেরোমি চাওজ্যাক
*আইসল্যান্ডের অর্থমন্ত্রী ব্রায়ান বেনেডিকসন
*আইসল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ওরফ নরডল
*মাল্টার জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রী কনরাড মিজি
*ব্রাজিলের পার্লামেন্ট সদস্য জোয়াও লিরা
*ইকুয়েডরের আইনজীবী গ্যালো চিরিবগা
*হাঙ্গেরি পার্লামেন্টের সদস্য সোল্ট হরভাল্ট
*কেনিয়ার সুপ্রিম কোর্টের উপপ্রধান বিচারক কল্পনা রাওয়াল
*পোল্যান্ডের ওয়ারশের সাবেক মেয়র ও ইইউ পার্লামেন্টের সাবেক সদস্য পাওয়েল পিসকোরোস্কি
*সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আল-সৌদ
*যুক্তরাজ্য পার্লামেন্টের আজীবন সদস্য ব্যারোনেস পামেলা শার্পলেস
*যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মাইকেল মেটস
*ভেনেজুয়েলার তেল কোম্পানির কর্মকর্তা জেসাস ভেলনাওয়েভা
*চিলির গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ আলফ্রেডো ওভালি রদ্রিগেজ
*বতসোয়ানার জ্যেষ্ঠ বিচারক ইয়ান কারবি
*কঙ্গোর জাতীয় তেল কোম্পানির প্রধান ব্রুনো জন–রিকার্ড ইতোয়া
*নাইজেরিয়ার সাবেক গভর্নর জেমস ইবোরি
*রুয়ান্ডার সাবেক গোয়েন্দাপ্রধান ইমানুয়েল নাহিরো
*যুক্তরাষ্ট্রে নিযুক্ত জাম্বিয়ার সাবেক রাষ্ট্রদূত আতান সানসোঙ্গা
*ভেনেজুয়েলার সাবেক সেনাপ্রধান ভেক্টর ক্রুজ ওয়েফার
*ভারতীয় রাজনীতিবিদ অনুরাগ কেজরিওয়াল
*চীনের কমিউনিস্ট পার্টির নেতা জিয়া কিংলিনের নাতনি জেসমিন লি
*ব্রাজিলের নেতা এডোয়ার্ডো কুনহা
*জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের ছেলে কোজো আনান
*ইতালির সিনেটরের ঘনিষ্ঠ গুইসেপ ডোনাল্ডো নিকোসিয়া
*হন্ডুরাসের ভাইস প্রেসিডেন্টের ছেলে সিজার রোজেনথাল
*নাইজেরিয়ার রাজধানী বোগোতার মেয়রের শ্যালক কার্লোস গুতেরেজ রোবায়ো
*সেনেগালের রাজনীতিবিদের ঘনিষ্ঠ মামাদু পোয়ি
*স্পেনের কৃষিমন্ত্রীর স্ত্রী মিকায়েলা ডোমেক
*চীনের এক রাজনীতিবিদের স্ত্রীর ব্যবসায়িক অংশীদার প্যাট্রিক হেনরি ডেভিলার্স
*ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার সাবেক পরামর্শক হ্যাভিয়ের মলিনা বনিলা

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button