অ্যান্ড্রয়েড পাই আপডেট দেয়া শুরু করেছে স্যামসাং

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড পাই আপডেট দেয়া শুরু করেছে স্যামসাং। প্রাথমিকভাবে গ্যালাক্সি এস৯ স্মার্টফোনে ইউরোপের দেশগুলোতে নতুন আপডেট উন্মুক্ত করেছে স্যামসাং। জার্মানি, নেদারল্যান্ডস ও সেøাভাকিয়ায় এই আপডেট পেয়েছে ব্যবহারকারীরা। এর আগে নিজেদের বার্ষিক ডেভেলপারস সম্মেলনে স্যামসাং জানিয়েছিল, ২০১৯ সালের জানুয়ারির মধ্যে সব ব্যবহারকারীর জন্য অ্যানড্রয়েডের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় শুরুতে ইউরোপে গ্যালাক্সি এস৯ হ্যান্ডসেটে আপডেটটি উন্মুক্ত করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এ সুবিধা মিলবে। অ্যান্ড্রয়েড পাই সংস্করণে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব নতুন ওয়ান ইউআই। বড় পর্দায় অ্যাপগুলো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকবে এতে। এ ছাড়া অন্যান্য ফিচারও উন্নত করা হয়েছে ওয়ান ইউআইতে।
স্যামসাং ডিভাইসে এবার নতুন অ্যান্ড্রয়েড আপডেট অনেক দ্রুতই দেয়া হয়েছে। আগের অ্যান্ড্রয়েড আপডেটগুলো অনেক দেরিতে এসেছে স্যামসাং ডিভাইসে। এবারের আপডেট দ্রুত দেয়া হলেও নোকিয়া, ওয়ানপ্লাস এবং এইচটিসির চেয়ে পিছিয়েই রয়েছে স্যামসাং। অ্যান্ড্রয়েড ডিভাইসে আপডেট দ্রুত করতে ২০১৭ সালের শুরুতে ‘প্রজেক্ট ট্রেবল’ চালু করে গুগল। এই প্রকল্প চালুর পরও চলতি বছরের অক্টোবর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওরিও বা এর পরের সংস্করণচালিত অ্যান্ড্রয়েড ডিভাইসের হার ছিল মাত্র ২১.৫ শতাংশ। গ্যালাক্সি এস৮-এ অ্যান্ড্রয়েড ওরিও আপডেট পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছিল সাত মাস। আর গ্যালাক্সি এস৭-এ অ্যান্ড্রয়েড নুগাট আপডেট আসতে সময় লেগেছিল প্রায় পাঁচ মাস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button