অ্যাপলের সবচেয়ে পাতলা আইপ্যাড

iPadগত বৃহস্পতিবার টেক-জায়ান্ট অ্যাপলের নতুন দুটি ট্যাবলেট আইপ্যাড এয়ার ২ এবং আইপ্যাড মিনি ৩ প্রদর্শন করা হলো। আইপ্যাড এয়ার ২ নামে দ্বিতীয় প্রজন্মের ট্যাবলেটটি বিশ্বজুড়ে প্রযুক্তি-প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দাবি করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে পাতলা আইপ্যাড এটি। সর্বশেষ বাজারে ছাড়া আইপ্যাডের তুলনায় এটি ১৮ শতাংশ পাতলা এবং এর ওজন আধা কেজির একটু কম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া। গতকাল থেকে এ দুটি ডিভাইসের প্রি-অর্ডার নেয়া শুরু করেছে অ্যাপল। ৯ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিনের এ আইপ্যাডের পুরুত্ব মাত্র ৬ দশমিক ১ মিলিমিটার বা দশমিক ২৪ ইঞ্চি। অ্যাইপ্যাডটি আইফোন ৬ ও ৬ প্লাসের চেয়েও পাতলা। ওই দুটি ডিভাইসের পুরুত্ব যথাক্রমে ৬ দশমিক ৯ ও ৭ দশমিক ১ মিলিমিটার। একই সঙ্গে ওই দুটি ডিভাইসের প্রসেসরের তুলনায় দ্রুতগতির প্রসেসর সংযোজন করা হয়েছে আইপ্যাড এয়ার ২-তে। এতে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও সংযোজন করা হয়েছে। এতে রয়েছে উন্নত রেটিনা ডিসপ্লে। প্রথমবারের মতো স্ক্রিন বা পর্দায় থাকছে অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং সিস্টেম। আইপ্যাড এয়ার ২-তে রয়েছে ৮ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা ও ১ দশমিক ১২ মাইক্রন পিক্সেলের ফেইস টাইম এইচডি ক্যামেরা। ব্যাটারিতে চার্জ থাকবে একটানা ১০ ঘণ্টা পর্যন্ত। তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে আইপ্যাডটি। রঙ তিনটি হচ্ছে- সিলভার, স্পেস গ্রে ও গোল্ড। অক্টোবরের শেষ নাগাদ বাজারে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন প্রযুক্তি বাজারে ১৬ জিবি আইপ্যাডের মূল্য ৪৯৯, ৬৪ জিবির ৫৯৯ ও ১২৮ জিবির মূল্য ৬৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button