কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়ায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গায়েবানা জানাজা ও বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশীরা।
শুক্রবার বাদ জুমা মিসরের ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ করেছেন কয়েক হাজার সমর্থক। অন্যদিকে আবদুল কাদের মোল্লাকে ফাঁসির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলারস ফোরামের চেয়ারম্যান ড. ইউসুফ আল কারজাবি।
ইরানের কাজভিন শহর, তুরস্কের বৃহৎ সুলতান ফতেহ মসজিদ, মালয়েশিয়া সেন্ট্রাল মসজিদ, কাতারের উমর ফারুক মসজিদ, ইন্দোনেশিয়া, কুয়েত, মরিতানিয়া, বাহরাইন, সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশেও গায়েবানা জানাজে আদায় শেষে ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তারা জামায়াতে ইসলামীসহ বাংলাদেশ থেকে ইসলাম ও ইসলামি রাজনীতি মুছে ফেলতে সরকার বামপন্থীদের মদদে অবৈধভাবে আবদুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে বলে অভিযোগ করেছেন। তারা মিসরের মতো বাংলাদেশেও ইসলামপন্থীদের দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীতে বাংলাদেশ দূতাবাস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন রাজনৈতিক দলের নেতারা।
ইরানে অবস্থানরত বাংলাদেশী ছাত্ররা আবদুল কাদের মোল্লার স্মরণে কাজভিন শহরে এক বিশাল গায়েবানা নামাজে জানাজার আয়োজন করে। এতে বাংলাদেশীসহ ফিলিস্থিনি, ইরানি ও অন্যান্য দেশের কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
কাতারে উমর ফারুক মসজিদে আল্লামা কারজাভির ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।
এছাড়া নিউ ইর্য়কের ব্রুকলিনে বায়তুল মামুর ও লন্ডনের জাতীয় মসজিদ প্রাঙ্গণে, সাউথ আফ্রিকার জোহান্সবার্গে ইসলামিক ফোরামের উদ্যোগে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ করে প্রবাসী বাংলাদেশীরা। এ সময় আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।
মেলবোর্ন  থেকে মিলন ইসলাম জানান, অস্ট্রেলিয়ার বিভিন্ন মসজিদে গতকাল বাদ জুমা আবদুল কাদের মোল্লøার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মেলবোর্নের আল তাকওয়া মসজিদে প্রায় দুই হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় গায়েবানা জানাজার আগে খুতবার সময় বর্তমান সরকারের তীব্র নিন্দা করেন আল তাকওয়া মসজিদের ইমাম। এ ছাড়া মেলবোর্নের মেডিস্টোন মসজিদ, সিডনির সেন্ট মেরি মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার পার্থ ও অ্যাডিলেডেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার বিভিন্ন স্থানে আবদুল কাদের মোল্লার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button