ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

বিশ্ববাসীকে ফিলিস্তিনীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান ইউকে জমিয়তের

সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদ

বিধ্বস্ত ও রক্তাক্ত মজলুম ফিলিস্তিনীদের গগনবিদারী চিৎকারে সাঁড়া দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সর্বস্ব কোরবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং আল্লাহর অসংখ্য নবীগনের স্মৃতি বিজড়িত পণ্যভূমিতে মুসলিম নির্যাতনের ভয়াল বিনাশ যজ্ঞের মোকাবেলায় ঐক্যবদ্ধ ও সুপরিকল্পিত আন্দোলন সংগ্রাম বিশ্বব্যাপী জোরদার করার আহ্বান জানিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশন ও বিরাট গণ সম্মেলন। পুরো বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রচুর সংখ্যক উদ্যমি জমিয়তকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল জমিয়তের এ ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন।
সভায় সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম ও প্রাক্তন কমিটির জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ।
কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটির ঘোষনা দেন বৃটেনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রাণপুরুষ, স্বনামধন্য বুজুর্গ আলেম মাওলানা শায়খ আসগর হুসাইন।
সম্মেলনে বাংলাদেশ থেকে কেন্দ্রীয় জমিয়তের সভাপতি হযরত মাওলানা শায়খ জিয়া উদ্দীন লিখিত বক্তব্য প্রেরণ করেন। যা লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আশফাকুর রহমান উপস্থিতির সামনে পেশ করেন। কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দীও ইউকে জমিয়তের এ কাউন্সিল অধিবেশনে অত্যন্ত আবেগ বিজড়িত লিখিত বক্তব্য প্রেরণ করেন । যা মুফতি আবদুল মুনতাকিম সবার সামনে পড়ে শোনান। এক ই ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতি জাকির হুসাইন টেলিফোনিক বক্তব্যের মাধ্যমে ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশনে অংশ গ্রহণ করেন। কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের এ অংশগ্রহন, স্বতঃস্ফূর্ত সমর্থন ও বক্তব্য প্রদানের কারণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কর্মীদের মধ্যে যারপরনাই উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঞ্চার হয়।এর জন্য সবাই কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ভাবে শুকরিয়া জ্ঞাপন করেন। সম্মেলনে বিগত ছয় বছরের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মাওলানা সৈয়দ তামীম আহমদ। অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী।
উপদেষ্টাগন সহ মোট ১০১সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন যথারীতি আধ্যাত্মিক রাহবার মাওলানা শায়খ আসগর হুসাইন। ইউকে জমিয়তের সভাপতি পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মারকাজুল উলূম লন্ডন এর প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।
সিনিয়র সহ-সভাপতি পদে পূর্বের ন্যায় বহাল রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতী আবদুল মুনতাকিম। নতুন জেনারেল সেক্রেটারী নিযুক্ত হয়েছেন বিশিষ্ট সংগঠক আলেমেদ্বীন মাওলানা সৈয়দ নাঈম আহমদ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা শামছুল আলম। নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ রশীদ আহমদ।
নতুন কমিটিতে ১০১ জন দায়িত্বপ্রাপ্তদের নাম সহ পূর্ণ তালিকা কাউন্সিল অধিবেশনে প্রধান উপদেষ্টা মহোদয় পড়ে শোনান। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শায়খে কাতিয়া (রাহঃ) এর সুযোগ্য সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ।
ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশনে শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী,বো সেন্ট্রাল মসজিদ এর খতীব মাওলানা ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, খেলাফত মজলিস ইউকে দক্ষিণ এর সভাপতি মাওলানা সাদিকুর রহমান, “ইউকে উলামা মাশায়েখ” এর সভাপতি মাওলানা এ,কে মওদুদ হাসান, আরব আলেম শায়খ রমযী, জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ও সৈয়দপুর শামছিয়া সমিতির সভাপতি পীর আহমদ কুতুব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বারগর্ভ বক্তব্য উপস্থাপন করেন এবং ইউকে জমিয়তের সার্বিক কর্ম প্রয়াস ও সাংগঠনিক কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। সভায় শেষ মুনাজাতে মাওলানা আসগর হুসাইন মজলুম ফিলিস্তিনীদের জন্য কায়মনোবাক্যে দোয়া করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ২০২৩-২০২৬
উপদেষ্টা মন্ডলী
প্রধান উপদেষ্টা: মাওলানা শায়খ আসগর হোসাইন।
উপদেষ্টা: হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন (সান্ডারল্যান), মাওলানা জমসেদ আলী (লন্ডন), মাওলানা শায়খ আব্দুল জলীল (ব্রাডফোর্ড), মুফতি শায়খ সাইফুল ইসলাম (ব্রাডফোর্ড), মাওলানা আব্দুর রহমান (হল), মাওলানা আব্দাল হোসাইন চৌধুরী (লন্ডন), ব্যারিষ্টার মাওলানা কুতুব উদ্দীন শিকদার (লন্ডন), আলহাজ্ব সুফি মিয়া (লন্ডন), আলহাজ্ব আব্দুল জলীল (লন্ডন),কবি দবিরুল ইসলাম চৌধুরী (লন্ডন), আলহাজ্ব মাস্টার সৈয়দ ফররুখ আহমদ (লন্ডন), আলহান্ব আব্দুল বাইস (লন্ডন), মাওলানা সাইদ আলী দশঘরী (লন্ডন), আলহাজ্ব সৈয়দ খয়রুল ইসলাম (সান্ডারল্যান), আলহাজ্ব খালিস মিয়া(লন্ডন), আলহাজ্ব সৈয়দ আব্দুস সালাম রাজা মিয়া (সান্ডারল্যান), আলহাজ্ব আরকুম আলী (লন্ডন), আলহান্ব মালিক আলী (লন্ডন), আলহাজ মাস্টার আব্দুর রউফ (লন্ডন)।
কার্যনির্বাহী কমিটি
সভাপতি: ডক্টর মাওলানা শুয়াইব আহমদ।
সিনিয়র সহ-সভাপতি: মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম।
সহ-সভাপতি: হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ (কিদির্মিনিষ্টার), মাওলানা হামিদুর রহমান হিলাল (নিউক্যাসল), মাওলানা আব্দুল মজীদ (ডালষ্টন), মাওলানা ফখর উদ্দীন (বামিংহাম), মাওলানা শাহ আমীনুল ইসলাম (স্কানথপ), মাওলানা মুফতি ছাবির (ওয়ালসল), মাওলানা আব্দুস সালাম (ব্রাডফোর্ড), মাওলানা আব্দুল হান্নান (লুটন), শায়খ সৈয়দ মুয়াজ (কিদির্মিনিষ্টার), হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান (লন্ডন), আলহাজ্ব ইউনুস আলী (লন্ডন)।
জেনারেল সেক্রেটারী: মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
জয়েন্ট সেক্রেটারী: হাফিজ মাওলানা ইলয়াস (লন্ডন), মুফতি শাহ হিফজুল করীম মাশুক (লেষ্টার), মাওলানা আখতারুজ্জামান (মিডলস্বরা)।
সহ- সেক্রেটারী: মুফতি সৈয়দ রিয়াজ আহমদ (লন্ডন), হাফিজ জিয়া উদ্দীন (লন্ডন),মাওলানা আব্দুল হক (রচডেল)।
সাংগঠনিক সম্পাদক: মাওলানা শামছুল আলম কিয়ামপুরী।
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা নাজমুল হাসান (লন্ডন), হাফিজ মাওলানা মাসুম আহমদ (সাহেব জাদায়ে শায়খে কৌড়িয়া), হাফিজ মাওলানা আজহারুল ইসলাম খান (পোষ্টমাউথ), মাওলানা মঈন উদ্দীন খান (লন্ডন), মাওলানা আব্দুল গফ্ফার (লন্ডন), হাফিজ মাওলানা নিজাম উদ্দীন (বামিংহাম), হাফিজ মাওলানা মিজানুর রহমান (ওয়েস্ট লন্ডন), হাফিজ মিফতাহুর রহমান (লন্ডন)।
ট্রেজারারঃ হাফিজ রশীদ আহমদ (লন্ডন),
সহ-ট্রেজারার: মাওলানা আব্দুর রহমান (ব্রাডফোর্ড)।
প্রচার সম্পাদক: মাওলানা শামছুল ইসলাম (ওয়েস্ট লন্ডন), সহ-প্রচার সম্পাদকঃ হাফিজ মাওলানা আব্দুল হাই (লন্ডন), মাওলানা তারেক চৌধুরী (লন্ডন)।
যুব বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন বিন ইমামুদ্দীন।
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা ওলিউর রহমান।
তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা মশতাক আহমদ।
দাওয়া বিষয়ক সম্পাদক: মাওলানা নাজমুল হোসাইন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা খালেদ আহমদ।
সাহিত্য সম্পাদক: হাফিজ মাওলানা আদনান আহমদ,
অফিস সম্পাদক: মাওলানা ফখরুদ্দীন বিশ্বনাথী।
ওয়েল ফেয়ার সম্পাদক: মাওলানা আব্দাল হুসাইন জগদলী, সহ-ওয়েল ফেয়ার সম্পাদকঃ আলহাজ্ব হারুন মিয়া, আলহাজ্ব আব্দুর রহমান কুরেশী, আলহাজ্ব সৈয়দ হোসেন আহমাদ (কিডির মিনিস্টার), সৈয়দ আরজু মিয়া (সান্ডারল্যান্ড)।
মিডিয়া সেক্রেটারী: আরিফুল ইসলাম (লন্ডন)।
নির্বাহী সদস্য
হাফিজ গিয়াসউদ্দিন (লন্ডন), হাফিজ মাওলানা সাইদুর রহমান চৌধুরী (লন্ডন), মাওলানা মিজানুর রহমান কামরান, মাওলানা সৈয়দ ফাহিম উদ্দিন (লন্ডন), হাফিজ মাওলানা সৈয়দ জামিল আহমদ (ব্রেডফোর্ড), মাওলানা সৈয়দ নাসির (সান্ডারল্যান্ড), মাওলানা নাজির উদ্দিন (ওয়েস্ট লন্ডন), মাওলানা ওলিউর রহমান মাসুম (স্কানথপ), হাফিজ সাদিকুল ইসলাম (লন্ডন), মাওলানা এবাদুর রহমান (লন্ডন), মাওলানা আজিজুর রহমান (ওয়েস্ট লন্ডন), মাওলানা সাফওয়ান (লন্ডন), মাওলানা মুফাসসিল আহমদ (সাউথ সিল্ড), মাওলানা জাবীর চৌধুরী (লন্ডন), মাওলানা শোয়াইব আহমদ (লন্ডন), মাওলানা সৈয়দ সাবির মিয়া (সান্ডারল্যান্ড), মাওলানা সানোওয়ার আহমদ (লন্ডন), আলহাজ্ব বশির মিয়া (ডোবার), মোহাম্মদ সুবা বিন নাজির (লন্ডন), আবু তাহের চৌধুরী (লন্ডন), জুবায়ের আহমেদ চৌধুরী (লন্ডন), মোহাম্মদ সাদিক আহমদ (লন্ডন), মোহাম্মদ কয়েস আহমদ (লন্ডন), হাফিজ সোহান (লন্ডন),  সৈয়দ নাজির আহমেদ (সান্ডারল্যান্ড), আশিক আলী (লন্ডন), মোহাম্মদ নাওয়াল হোসেন (লন্ডন), শেখ মুদাব্বীর হোসাইন মধু মিয়া (লন্ডন), হোসাইন আহমদ (লন্ডন), সাদিকুল হক (লন্ডন), সৈয়দ শোয়াইব আহমদ (লন্ডন), সৈয়দ আবুল কালাম (সান্ডারল্যান্ড), ইমরান আহমদ (লন্ডন)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button