সাত দিনেই রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে

Ashrafআওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতির সাত দিন অনেক অনেক লম্বা সময়। সাত দিনেই রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে। রোববার জেলা শিল্পকলা  একাডেমীতে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্বের রাজনীতিতে কলঙ্কময় অধ্যায় রয়েছে, রাজনীতিবিদরা সব সময় সততা ও নিষ্ঠা ধরে রাখতে পারেননি। রাজনীতিবিদরা এমন আচরণ করেন তাতে শুধু নিজেদের খাটোই করেন না, তাদের ভোটারদেরও খাটো করেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এমএ আফজল, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদের পর দলীয় সিদ্ধান্তের আলোকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, রাজনীতির কারণে একে অপরের মাঝে মতানৈক্য থাকতে পারে। তবে রাজনীতিতে ‘গীবত’ করা ঠিক নয়। প্রধানমন্ত্রী সব সময়েই সকল মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পক্ষে জোর দিয়ে আসছেন। মন্ত্রী পরে কিশোরগঞ্জ পৌরসভার রাস্তায় সোডিয়াম বাতি প্রজ্বলন করে উদ্বোধন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button