অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল

Australiaশনিবার দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে। এতে পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে যায়। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ১৯৮৩ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল।
শুক্রবার বিকেলে প্রথমে ১৫৪ হেক্টর এলাকায় এই দাবানল শুরু হয়। পরে তা ৩৮কিলোমিটার পরিসীমার চার হাজার ৭৪১ হেক্টর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
কর্তপক্ষ জানায়, এ পর্যন্ত পাঁচটি বাড়ি দাবানলে ধ্বংস হয়েছে। তবে বাতাসের বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হওয়ায় এই সংখ্যা আরো বাড়তে পারে।
কর্মকর্তারা জানান, অ্যাডেলেইড নগরীর উত্তরপূর্বাঞ্চলে ছবির মতো সুন্দর অ্যাডেলেইড হিলসে ‘ভয়াবহ দাবানল’ শুরু হয়েছে। ওই এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ায় ও উষ্ণ তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এলাকাটি কৃষি পণ্য ও মদ তৈরির কাঁচামাল যেমন আঙ্গুর উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এই এলাকায় প্রায় ৪০ হাজার লোকের বাস।
দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ায় ১৯৮৩ সালের ভয়াবহ দাবানলে ৭০ জনের বেশি লোক প্রাণ হারায় ও কয়েক হাজার বাড়িঘর ও ভবন ধ্বংস হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button