ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বৃহম্পতিবার রাত থেতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরার সালিকা থানার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার (৮০), রাত ১১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কুরচাব গ্রামের আব্দুল লতিফ (৭৫), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর নূরে আলম (৬৫) এবং শুক্রবার ভোর রাতে গোপালগঞ্জ মোকছেদপুর থানার ফকিরহাটখোলা এলাকার আব্দুর রব শেখ (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এছাড়া একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে ইজতেমাগামী এক মুসল্লি নিহত হয়েছেন। নিহত মাওলানা হেদায়েত উল্লাহ (৭০) নোয়াখালী সদরের বাতিয়া গ্রামে বাসিন্দা। তিনি মাইজদি মদিনাতুল উলুম কওমি মাদরাাসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূবাইলী রাইস কলের দুই ট্রাক চাল টঙ্গী বাজারের মহাদেবের আড়তে আন-লোডের প্রস্তুতি নিচ্ছিল। ট্রাক দুটি রাস্তা বন্ধ করে আড়াআড়িভাবে অবস্থান নিয়ে একে অন্যকে সাইড দেয়ার সময় ওই মুসল্লি মাঝ দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ট্রাক দুটিকে আটক করেছে। নিহতের লাশ টঙ্গী হাসপাতালে রাখা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button