সহিংসতা বন্ধের আহ্বান ব্রিটেনের

Gibsonবাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় অব্যাহত প্রাণহানি ও আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। শিশু-কিশোরদের লেখাপড়া ও অর্থনীতিতে সহিংসতার প্রভাব নিয়েও উদ্বেগ জানান তিনি। ব্রিটেনে কয়েক দিন অবস্থানের পর ঢাকায় ফিরে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান।
বৃটিশ হাইকমিশনার বলেন, ‘গত মাসে বাংলাদেশজুড়ে সহিংসতায় অর্ধশতাধিক নিহত ও কয়েক শ’ মানুষের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বহু শিশু-কিশোরদের লেখাপড়া দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিক ক্ষতি প্রতিদিন বেড়েই চলেছে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য এটা খুবই ক্ষতিকর। আমি আশা করি সব পক্ষই ভবিষ্যতে সহিংস ঘটনার উসকানি দিতে বা ঘটনা ঘটানো থেকে বিরত থাকবে। মঙ্গলবার কুমিল্লায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা থেকেই বোঝা যায় চলমান সহিংসতার জন্য সাধারণ মানুষকে কিভাবে চরম মূল্য দিতে হচ্ছে। আমি ক্ষতিগ্রস্থ সব পরিবারের জন্য আমার সমবেদনা জানাচ্ছি।’ তিবি আরো বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি সংযমী হওয়ার এবং আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছে এবং সহিংসতা ও বিভাজনের চক্র ভাঙতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button