সিরিয় শরণার্থী শিশুর সংখ্যা ১০ লাখে পৌঁছেছে

Syriaজাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার উদ্বাস্তু শিশুর সংখ্যা এক মিলিয়নে গিয়ে পৌঁছেছে। এ সংখ্যাকে ‘লজ্জাজনক মাইলস্টোন’ বলে আখ্যা দিয়েছে তারা। এদের প্রায় এক তৃতীয়াংশের বয়স ১১ বছরের নিচে।জাতিসংঘের রিফিউজি এজেন্সি এবং ইউনিসেফ-এর মতে, আরো দুই মিলিয়ন শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে গোটা দেশজুড়ে। ভয়াবহ এ তথ্যটি এমন সময়ই জানানো হলো যখন সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ উঠেছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন জানান, চলমান সহিংসতায় এ পর্যন্ত ১ লাখ মানুষ মারা গেছেন সিরিয়ায়।ইউএনএইচসিআর-এর হাই কমিশনার অ্যান্টোনিও গাটারেস বলেছেন, ‘সিরিয় যুবকেরা তাদের বাড়িঘর, পরিবারের সদস্য, এবং তাদের ভবিষ্যৎ হারাচ্ছে। এমনকি নিরাপত্তার জন্য সীমান্ত পেরুবার পরও তারা হতবুদ্ধি, চরম হতাশায় নিমজ্জিত এবং স্বপ্ন দেখার হেতু খুঁজে বেড়াচ্ছে।’জাতিসংঘ জানিয়েছে, এসব শিশুর বেশিরভাগই লেবানন, জর্ডান, ইরাক এবং মিশরে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। উত্তর আফ্রিকা ও ইয়োরোপে গিয়ে আশ্রয় নেবার প্রবণতাও বাড়ছে সিরিয়দের। উল্লিখিত সংস্থা দুটো আরো জানিয়েছে, সাহায্যের আবেদনের পরিপ্রেক্ষিতে শতকরা ৪০ ভাগেরও কম সাহায্য পাওয়া গেছে অসহায় এসব শরণার্থী শিশুর জন্য। কাজেই এই শিশুদের প্রয়োজন মেটাতে লড়ে যাচ্ছে তারা। মাত্র ১ লাখ ৮০ হাজার শিশু কোনরকমে তাদের পড়ালেখার সুযোগ পাচ্ছে। আর মানসিক মন্ত্রণা পাচ্ছে এদের মাত্র পাঁচ ভাগের এক ভাগ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button