লিবীয় উপকূলে নৌকাডুবি, শতাধিক নিহতের আশঙ্কা

Libiyaলিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে অভিবাসনপ্রত্যাশীদের ওই নৌকা ডুবি হয় বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা। অভিবাসীদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র অলিভিয়া হেডন জানান, শুক্রবার ভোরের দিকে লিবিয়ার যুয়ারা শহরের কাছাকাছি সমুদ্রতীরে ১৩ জনের মরদেহ ভেসে আসে। এদের মধ্যে ৮ জন পাকিস্তানি এবং অপর দুইজন লিবিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
হেডন আরো জানান, নৌকার আরোহীদের মধ্যে দুইজন জীবিত সাঁতরে তীরে পৌছাতে সক্ষম হয়েছে এবং আরেকজনকে জেলে নৌকা উদ্ধার করেছে।
আইওএম মুখপাত্র বলেন, সম্প্রতি পাকিস্তানি অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা লিবিয়া হয়ে ইতালি ও ইউরোপে পাড়ি জমাতে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছে।
আইওএম এর তথ্য মতে, জানুয়ারি মাসেই ৬৬২৪ জন অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এদের দুই-তৃতীয়াংশই ইতালিতে পাড়ি জমায়। গত মাসে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় নৌকা ডুবে ২৫০জন নিহত হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button