কামানের শব্দে ঘুম ভাঙবে মদীনাবাসীর

Ramadan cannon to boom after 22 yearsসৌদি আরবের মদিনা নগরীতে এবার রমজানে সেহরি ও ইফতারের সময় ফের গর্জে ওঠবে ঐতিহ্যবাহী কামান। দীর্ঘ ২২ বছর পর এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মদিনার গভর্নর প্রিন্স ফায়সাল বিন সালমান এ ঘোষণা দিয়েছেন বলে আরব নিউজ জানিয়েছে।
এবার রমযান থেকেই কামানটি ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের মহা পরিচালক মেজর জেনারেল আব্দুলহাদী আল শাহরানি।ওসমানিয় যুগেও এটি ব্যবহার করা হতো। তবে প্রশাসনিক ও কারিগরি ত্রুটির কারণে গত ২২ বছর ধরে এর ব্যবহার বন্ধ ছিল। তবে সৌদি জনগণ অনেকদিন ধরেই ঐতিহ্যবাহী এই কামনটি পুনরায় ব্যবহারের দাবি করে আসছিল। এছাড়া রমযানের সময়সূচি জানান দিতে কামান ব্যবহার করা ইসলামিক আইনের পরিপন্থি নয়। এ কারণেই প্রাচীণ ওই কামানটি আবার ব্যবহার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
মদিনায় দুটি প্রাচীণ কামান রয়েছে। একটি মদীনা মসজিদ থেকে ৫শ মিটার উঁচুতে সাল পাহাড়ের ওপর। অন্যটির অবস্থান কাবার নিকটবর্তী তুর্কী দুর্গে। সৌদিদে রমজান মাসে সেহেরি এবং ইফতারের সময় দিনে একাধিকবার কামান দাগানো হয়ে থাকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button