নিরাপত্তা চেয়ে ইসিতে হানিফের আবেদন

নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়া ও নির্বাচন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনকে এ চিঠি দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। হানিফ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকা এমনিতেই সন্ত্রাসীদের আখড়া হিসেবে চিহ্নিত। এই এলাকায় সব সময়ই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী সক্রিয় থাকে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৭শে ডিসেম্বরের মধ্যে সব ধরনের বৈধ অস্ত্র কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। কিন্তু এরপরও ৫ই জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় যাতে কোনো প্রকার বিঘ্ন বা বাধা সৃষ্টি না হয় এবং এ সময় যাতে তারা নিরাপদে থাকতে পারেন সে জন্যই আমি এ অঞ্চলের সব প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button