৪০ দিনেও ফুরোবে না মোবাইলের চার্জ !

Mobile Chargeমোবাইল চার্জ নিয়ে ঝামেলা পোহাতে হয় কমবেশি সবাইকে। বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের ফোনের চার্জ হু হু করে শেষ হয়ে যায়। তবে এবার সেই ঝামেলা বিদায় নিতে যাচ্ছে। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ফোন নিয়ে আসতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অকিটেল। এই ফোনে একবার চার্জ করলে ৪০ দিনেও তা ফুরোবে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এনডিটিভির খবরে বলা হয়, অকিটেলের নতুন ফোনটিতে দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি রয়েছে। আর এর ব্যাকআপ সুবিধা এমন যে, ডিভাইসটি একবার সম্পূর্ণ চার্জ হলে টানা ৪০ দিন পর্যন্ত কাজ করবে। শুধু তাই নয়, ডিভাইস দিয়ে একটানা ৪৬ ঘণ্টা গান শোনা যাবে। এমনকি, ডিভাইসটিতে পাঁচ মিনিট চার্জ দিয়ে দুই ঘণ্টা কথা বলা যাবে।
এখানেই শেষ নয়, স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং প্রযুক্তি রয়েছে। এতে এটি দিয়ে অন্য ফোনেও চার্জ দেয়া যাবে। তবে অকিটেল কে৬০০০ কবে নাগাদ বাজারে আসবে, এর কনফিগারেশন কেমন হবে, দাম কত পড়তে পারে এসব তথ্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button