ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

UNজাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। নয় সদস্যের এই কমিটির বাংলাদেশ ছাড়া বাকি আটটি প্রভাবশালী সদস্য রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ এই দায়িত্ব পায়। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদবিজ্ঞিপ্তিতে এ কথা জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল এবং ব্রাজিল।
এই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন গত ১৯ সেপ্টেম্বর ক্রেডিনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়ে প্রথম সভায় যোগ দেন।
তিনি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, কমিটির অন্য সদস্যদের আস্থা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ সক্রিয়তার পরিচয় বহন করছে, যা আমাদের জন্য সম্মান ও গৌরবের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button